নেপালে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সম্মাননা ও পুরস্কার প্রদান অব্যাহত রয়েছে। টানা দুটি শিরোপা জিতে এবারও নগদ অর্থ পুরস্কার পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার সাফজয়ী ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন। নারী ফুটবলে দীর্ঘদিনের পৃষ্ঠপোষক এই কোম্পানি। আজ রবিবার বাফুফে ভবনে তাদের সম্মাননা জানায় তারা।
ওয়ালটন এর আগেও নারী ফুটবলে টিভি ও অন্য সামগ্রী উপহার দিয়েছে। এবার ফ্রিজ দিয়েছে তারা ভিন্ন পদ্ধতিতে। পুরস্কারপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন।
নারী ফুটবলারদের এই সম্মাননা অনুষ্ঠানে ভবিষ্যতের নানা পথচলা ও সমস্যার বিষয় উঠে এসেছে। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা নারী ফুটবলারদের আরো সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।’
বাফুফেতে সাবিনাদের আনুষ্ঠানিক চুক্তি শেষ। চুক্তি অনুযায়ী সিনিয়র ফুটবলাররা মাসে ৫০ হাজার টাকা করে পেতেন। এবার সাবিনারা আরও বেশি প্রত্যাশা করছেন, ‘চ্যাম্পিয়ন হলে বেতন বেশির আশা তো থাকেই। এই বিষয়ে আপার সঙ্গে আজ আলাপ হওয়ার কথা।’
২০২২ সালে দীর্ঘ দুই দশকের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জয় করে মেয়েরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট এনে দিয়েছিল। এরপর ২০২৪ সালে টানা দ্বিতীয়বার সাফ শিরোপা জয় করে ভারত ও নেপালের মতো শক্তিশালী দলকে পরাজিত করে তারা দেশের সম্মান বাড়িয়েছে।