সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করা বিপুল পরিমাণ মালামাল জব্দ করেছে বিজিবি।
রোববার (১৭ নভেম্বর) সিলেটের জকিগঞ্জ ১৯ বিজিবি ব্যাটালিয়নের পৃথক অভিযানে এসব মালামাল উদ্ধার করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বিজিবির সুরাইঘাট, জৈন্তাপুর, লালাখাল, লোভাছড়া ও সোনারখেওর বিওপির টহল দল সীমান্তের শূন্য লাইনের কাছাকাছি এলাকায় অভিযান চালায়। এসময় ভারতীয় থান কাপড়, কাতান শাড়ি, মকমল থান কাপড়, সিগারেট, বিড়ি, চিনি, চা-পাতা, গরু ও সুপারি উদ্ধার করা হয়। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫১ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।
অন্যদিকে, সোনারখেওর বিওপির টহল দল কানাইঘাটের মিকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় একটি এয়ারগান ও ৩০ রাউন্ড ছররা গুলি উদ্ধার করে। এগুলো সীমান্ত পিলার ১ হাজার ৩৩২ থেকে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মো. আসাদুন্নবী জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।