গত শুক্রবার চ্যালেঞ্জ কাপে মোহামডোনের কোচ আলফাজ আহমেদ ম্যাচ হারের জন্য সমর্থকদের ছোড়া ধোয়াকে দায়ী করেছিলেন। মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ সেই ঘটনার বিশদ উল্লেখ করে আজ সন্ধ্যায় বাফুফে সাধারণ সম্পাদক বরবার চিঠিতে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি কিংস অ্যারেনায় নিরাপত্তাহীনতার জন্য ভবিষ্যতে সেখানে কোনো ম্যাচ না খেলার ঘোষণাও দিয়েছে।
মোহামেডান ক্লাবের ডাইরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদ স্বাক্ষরিত চিঠির বিষয়বস্ত ‘চ্যালেঞ্জ কাপ এর ফাইনালে ইচ্ছাকৃত অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে।’ এই চিঠিতে মোহামেডান ক্লাব ৬২ মিনিটে মাঠে রং ছুড়ে দেয়ার ঘটনার বিশদ বিবরণ দিয়েছে। তারা উল্লেখ করেছে ম্যাচের প্রথমার্ধে ঐ অংশে দর্শক-সমর্থক ছিল না এবং দ্বিতীয়ার্ধে পরিকল্পিতভাবে সেখানে দর্শক প্রবেশ করে। মোহামেডান ক্লাবের দাবি, বসুন্ধরা কিংসের ৫০/৬০ জন সমর্থকের দল তাদের গোলরক্ষকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ভুভুজেলার বাঁশিতে বিরক্ত করেছে। কিংসের সমর্থকরা মোহামেডানের খেলোয়াড়দের উপর স্মোক ফ্লেয়ার ছুড়ে। এতে বিদেশি রেফারি খেলা স্থগিত করতে বাধ্য হয়। সামগ্রিক ঘটনার পেছনে মোহামেডান ক্লাব মনে করছে, বসুন্ধরা কিংসের সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিত ও সুপরিকল্পিতভাবেই সেই ঘটনা ঘটিয়েছে।
স্মোক ফ্লেয়ারে খেলা স্থগিত হওয়ার আগ পর্যন্ত মোহামেডান ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা মিনিট দশেক স্থগিত হওয়ার পর (মোহামেডানের দাবি ২০ মিনিট) পুনরায় শুরুর তিন মিনিটের মধ্যে কিংস গোল করে সমতা আনে। পরবর্তীতে আরো দুই গোল করে চ্যালেঞ্জ কাপ জিতে নেয়। মোহামেডান ক্লাব ফুটবলের বৃহত্তর স্বার্থে খেলাটি শেষ করলেও বাফুফেকে ঐ ঘটনায় সুষ্ঠ পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে অন্যথায় ঐতিহ্যবাহী ক্লাবটি ফিফায় আবেদনের হুমকিও দিয়েছে।
No description available.
২২ নভেম্বরের (শুক্রবার) সেই ম্যাচ ছাড়াও কিংস অ্যারেনার বিগত ঘটনাও উল্লেখ করেছে মোহামেডান ক্লাব। তারা চিঠিতে উল্লেখ করেছে, ‘প্রতিটি ম্যাচেই বসুন্ধরা কিংস এর উগ্র সমর্থক, গোষ্ঠী বিপক্ষ দলের সমর্থকদের উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী আচরণ করে এতে করে বিপক্ষ দলের সমর্থকরা নিরাপত্তাহীনতায় ভোগে।’ নিরাপত্তাহীনতার জন্য মোহামেডান সামনে কিংস অ্যারেনায় খেলতে চায় না এই বিষয়টি চিঠিতে উল্লেখ করেছে। চ্যালেঞ্জ কাপে সমর্থকদের ছোড়া স্মোক ফ্লেয়ারের বিষয়টি ম্যাচ কমিশনারের রিপোর্টে আছে। বিষয়টি ডিসিপ্লিনারি কমিটির কাছে উঠবে। তারা কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়।
২০১৮ সালে বসুন্ধরা কিংস প্রিমিয়ার লিগে খেলা শুরু করে। কাগজে-কলমে কিংসের প্রধান দ্বৈরথ আবাহনীর সঙ্গে থাকলেও মাঠের লড়াই ছিল মোহামেডানের সঙ্গেই। কিংস অ্যারেনায় গত মৌসুমে মোহামেডানই একমাত্র দল বসুন্ধরা কিংসকে হারিয়েছে। এর আগের মৌসুমে কিংসকে হারিয়ে ফেডারেশন কাপের ফাইনাল খেলেছে। আবার গত মৌসুমে ফেডারেশন কাপে কিংস-মোহামেডান ফাইনাল ম্যাচের রেফারিং নিয়ে দুই দলই ফেডারেশনে পাল্টাপাল্টি চিঠি দিয়েছিল। মাঠের বাইরেও দুই দলের দ্বৈরথ জমে উঠে প্রায়ই।