ফ্লোরিডার বিখ্যাত পাম বিচে অবস্থিত ডোনাল্ড ট্রাম্পের মার-আ-লাগো প্রাসাদে বৃহস্পতিবার রাতে এক বিশেষ নৈশভোজ অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি বিশ্বের শীর্ষ ধনকুবের মার্ক জাকারবার্গ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এএফপির এক প্রতিবেদনে জানা যায়, এই নৈশভোজে ট্রাম্পের সঙ্গে যোগ দিয়েছিলেন জাকারবার্গ, যিনি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মালিক।
প্রযুক্তি খাতের এই প্রভাবশালী ব্যক্তি ট্রাম্পের ‘জাতীয় পুনর্জাগরণ উদ্যোগে’ সমর্থন জানাতে চেয়েছেন বলে ট্রাম্পের এক উপদেষ্টা জানিয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর এখন জাকারবার্গ সতর্কভাবে এই সম্পর্ককে নতুনভাবে গড়ে তুলতে চাইছেন।
২০২১ সালের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটলে ট্রাম্পের সমর্থকরা হামলা চালানোর পর ফেসবুক ট্রাম্পকে নিষিদ্ধ করে, যার পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে চিড় ধরে। তবে গতকাল মেটার মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে নৈশভোজ এবং তার নতুন প্রশাসনের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য জাকারবার্গ কৃতজ্ঞ।
এই বিশেষ নৈশভোজে ট্রাম্পের আরেক শীর্ষ সহযোগী ইলন মাস্কের উপস্থিতি ছিল কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে, নির্বাচনের পর থেকেই মার-আ-লাগোয় মাস্ককে নিয়মিতভাবে দেখা গেছে। মাস্ক এবং জাকারবার্গের মধ্যে দ্বন্দ্ব বহু প্রচারিত, যেখানে মাস্ক একবার জাকারবার্গকে ‘খাঁচার ভেতর লড়াইয়ের’ চ্যালেঞ্জ করেছিলেন, যদিও শেষ পর্যন্ত এটি হয়নি।
ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি কিছুটা সতর্ক অবস্থান নিয়েছিলেন কিন্তু এবার অধিকাংশ প্রযুক্তি জগতের দিকপাল রিপাবলিকান প্রার্থীর বিজয়ের পর তাকে অভিনন্দন জানানোর জন্য এগিয়ে এসেছেন। জাকারবার্গও তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে, ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা ও হোয়াইট হাউস দলকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। এফবিআই জানিয়েছে, একাধিক বোমা হামলার হুমকি তাদের কাছে এসেছে এবং ভুয়া কলের মাধ্যমে পুলিশকে বিভ্রান্ত করারও ঘটনা ঘটেছে।