ফুটবল অ্যানালিস্ট হতে রুয়েট থেকে মিডেলসেক্সে

নভেম্বর 28, 2024
by

খেলাধূলা এখন আর নিছক বিনোদন নয়। আর্থিক বিনিয়োগ, বিজ্ঞান-প্রযুক্তি অনেক কিছুই খেলার সঙ্গে জড়িত। প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বে এখন খেলার চেয়ে বিশ্লেষণই যেন বেশি। ক্রীড়ায় উন্নত দেশে পারফরম্যান্স অ্যানালিস্ট ডাটা বিচার-বিশ্লেষণ করে কোচের কাছে উপস্থাপন করেন। বাংলাদেশে অ্যানালিস্টের সংখ্যা প্রয়োজনের তুলনায় কমই। 


বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পথিকৃৎ অ্যানালিস্ট সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু। তিনি প্রায় দুই যুগ আগে পথচলা শুরু করেছিলেন। ফুটবল, ক্রিকেট খেলার প্রতি ভালোবেসে অনেক তরুণই এখন পেশাদার অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ইতিহাস-ঐতিহ্যের বড় অংশ জুড়ে ফুটবল। সেই ফুটবলের সোনালী অতীত এখন অনেকটাই ধূসর। এরপরও শিক্ষিত-মেধাবী তরুণদের ধ্যান-জ্ঞান ফুটবলই। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তিতে স্নাতক করেছেন অমর্ত্য দাস দীপ। প্রকৌশলী দ্বীপ এখন ইংল্যান্ডে মিডেলসেক্স বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস পারফরম্যান্স অ্যানালাইসিসে মাস্টার্স করছেন। মাস্টার্সের অংশ হিসেবে ইংল্যান্ডের নিচের স্তরের এরিথ টাউন ফুটবল ক্লাবে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করছেন। 

দেশের একটি শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে স্পোর্টস পারফরম্যান্স নিয়ে পড়াশোনা করতে যাওয়া বিশাল এক রুপান্তর। ইংল্যান্ড থেকে অমর্ত্য এই প্রসঙ্গে বলেন, ‘খেলাধূলা বিশেষত ফুটবল খুব ভালো লাগে এজন্য এই বিষয়ে পড়তে এসেছি। পারফরম্যান্স অ্যানালিস্ট তথ্য-বিজ্ঞান নির্ভর কাজ। প্রকৌশল ব্যাকগ্র্যাউন্ড থাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সমস্যা হয়নি। আংশিক স্কলারশিপও পেয়েছি।’

প্রকৌশল ও মেডিক্যাল কলেজে অধ্যয়নরত সন্তানদের নিয়ে পরিবারের অনেক বড় স্বপ্ন থাকে। অমর্ত্যরে উপরও তার বাবা-মায়ের ছিল এ রকম ভাবনা। তিনি প্রথাগত দিকে না গিয়ে ভিন্ন পথের পথিক হয়েছেন। পরিবারকে শুরুর দিকে বোঝানো বেশ কঠিনই ছিল, ‘আমার বাবা ব্যাংকার। আমি বড় সন্তান আর ছোট বোন। স্বাভাবিকভাবেই আমার পছন্দ ও চ্যালেঞ্জে পরিবার একটু উদ্বিগ্নই ছিল। কোভিডের সময় লক্ষ্য নির্ধারণ করি স্পোর্টস পারফরম্যান্স অ্যানালিস্ট হব। ২০২২-২৩ সালে প্রিমিয়ার লিগে একটি ক্লাবে কাজ করার পর পরিবার আস্থা পায়।’ 

২০২৩ সালে রুয়েট থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এই বছর সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। ইংল্যান্ড যাওয়ার আগে কয়েকমাস কাজ করেছেন ঢাকা আবাহনীর সঙ্গে। এর এক মৌসুম আগে ছিলেন আজমপুর উত্তরার। দুই ক্লাবে কাজ করে তার অভিজ্ঞতা, ‘অ্যানালিস্টের কাজ মূলত কোচের সঙ্গে। বাংলাদেশে অ্যানালিস্ট নিয়ে কাজ করার মতো কোচের সংখ্যা কমই।’

শেখ জামাল, সাইফ স্পোর্টিং ক্লাবে অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন বুয়েট থেকে পাশ করা নাসিফ ইসলাম। তিনি আমেরিকা থেকে ক্রীড়া সম্পর্কিত বিষয়ে মাস্টার্স করেছিলেন। সরাসরি স্পোর্টস অ্যানালিস্টের উপর বিদেশি উচ্চশিক্ষা নেয়ার ঘটনা বাংলাদেশে সেভাবে নেই। তাই অমর্ত্যরে পরিকল্পনাও একটু ভিন্ন, ‘এখানে সব কিছু বাস্তবিক প্রয়োগ শিখছি। মডার্ন স্পোর্টস ফিল্ডে যেসব হাই এন্ড টেকনোলজিগুলা ইউজ হয় আমাদের কোর্সে ওগুলাই ফলো করা হচ্ছে। আমার বিষয় পারফরম্যান্স এনালিস্ট ফলে অ্যাথলেটিক্স, ফুটবল আরো কয়েকটি খেলায় কাজ করার সুযোগ ও সম্ভাবনা রয়েছে। তবে আমার ঝোঁক ফুটবলেই। মাস্টার্সের পর চেষ্টা করব ইংল্যান্ড কিংবা ইউরোপে কোনো ক্লাবে স্থায়ীভাবে কাজ করার। পুরোপুরি পরিণত হওয়ার পর দেশের ফুটবলে ফিরতে চাই।’

ফুটবলাঙ্গনে অ্যানালিস্ট হিসেবে এখন অনেকটাই প্রতিষ্ঠিত নাসিফ। অর্মত্যের মধ্যেও সম্ভাবনা দেখছেন তিনি, ‘ফুটবল নিয়ে তার অনেক আগ্রহ। বিশ্লেষণ করতে অনেক পছন্দ করে। উচ্চ শিক্ষা তাকে আরো পরিণত করবে। পারফরম্যান্স এনালিস্ট প্রকৌশলের সঙ্গে অনেকটা সম্পর্কিত। আশা করি সামনে আরো অনেক প্রকৌশলী ক্রীড়াঙ্গনে আসবে।’ 

সাবেক উইকেটরক্ষক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ নাসির আহমেদ নাসুর দৃষ্টিতে ক্রীড়াঙ্গনে এখন অ্যানালিস্ট পেশা হিসেবে নেয়ার মতো অবস্থায়। বিসিবির হেড অফ অ্যানালিস্ট বলেন, ‘আধুনিক ক্রীড়াঙ্গনে যে কোনো খেলায় অ্যানালিস্টের বিকল্প নেই। কোচ ও অ্যানালিস্ট একে অন্যের পরিপূরক। এখন বিসিবিতে আটজন অ্যানালিস্ট হিসেবে কাজ করছে। ফুটবলেও ক্ষেত্র তৈরি হয়েছে। এক সময় আমি একাই কাজ করেছি। ওয়েস্ট ইন্ডিজে খেলা হলে রাত জেগে খেলা ধারণ করেছি।’

মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় নাসুর একাডেমিক পড়াশোনার ভিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে স্নাতক করেছেন। নব্বই দশকের শেষ দিকে অ্যানালিস্ট হিসেবে কাজের শুরুর গল্পটা বললেন এভাবে, ‘আমার একাডেমিক বিষয় ছিল পরিসংখ্যান। খেলা ছাড়ার পর কম্পিউটার ব্যবসা করতাম। বোর্ড থেকে বলল অ্যানালিস্ট হিসেবে কাজ করার। দেখলাম বিষয়টি আমার অ্যাকাডেমিক পড়াশোনা ও কাজের ধরনের সঙ্গে বিষয়টি সম্পর্কিত। এরপর থেকে কাজের শুরু এখনো চলছেই।’

বিসিবির অ্যানালিস্ট বিভাগে সম্প্রতি রুয়েটের সিএসই বিভাগ ও আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের তরুণ যোগদান করেছেন। স্পোর্টস অ্যানালিস্ট হিসেবে সফলতায় ব্যক্তির আগ্রহ ও সৃজনশীলতাই বেশি মূখ্য বলে মনে করেন নাসু, ‘অনেক তথ্যের মধ্যে সঠিক তথ্য বাছাই করতে হয়। প্রযুক্তিকে নিজের চাহিদা অনুযায়ী সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে স্বাতন্ত্র্যতা একটি বড় বিষয়।’

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ইউনূস সরকারের প্রথম একনেকের বৈঠক বুধবার

শেখ হাসিনা সরকারের পতনের ৪৩ দিন পর জাতীয় অর্থনৈতিক পরিষদের

করবিন বোশের দুর্দান্ত অভিষেকে সেঞ্চুরিয়নে প্রোটিয়াদের দাপট

সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে করবিন বোশের অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স