বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের নতুন আসর শুরু হয়েছে আজ (শুক্রবার)। ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতায় প্রথম দিন ম্যাচের চেয়ে বেশি আলোচনা মাঠ নিয়ে। এদিন দুপুর আড়াইটায় মুন্সিগঞ্জ ও গাজীপুর স্টেডিয়ামে পৃথক দুটি ম্যাচ শুরু হয়। দুই ম্যাচই দেশের ফুটবলের সর্বোচ্চ স্তরের ম্যাচ হওয়ার উপযোগী পর্যায়ে ছিল না।
মুন্সিগঞ্জ গত কয়েক মৌসুম ধরে ঘরোয়া ফুটবলের নিয়মিত ভেন্যু। এই বছরের মে মাসেই লিগের খেলা অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামে। অথচ পাঁচ মাসের ব্যবধানে মুন্সিগঞ্জের মাঠের পরিস্থিতি হয়েছে বেশ নাজুক। অন্যদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে প্রথমবারের মতো লিগের ম্যাচ হয়েছে। সেই স্টেডিয়াম আরও বেশি অপ্রস্তত। ঘরোয়া ফুটবলের মৌসুম অক্টোবরে শুরু হওয়ার কথা ছিল। মাঠ অপ্রস্তুত হওয়ার কারণেই খেলা পিছিয়ে দেওয়া হয় দেড় মাস। এত সময়ের পরও এই দুই স্টেডিয়ামের কোনোটিই সেই অর্থে প্রস্তুত ছিল না।
এসব মাঠের কোনো অংশে ঘাস বড়, আবার কোনো অংশ খালি, কোথাও কোথাও মাটি এবড়ো-থেবড়ো। মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলা ফুটবল এসোসিয়েশন দুই স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নেওয়া ক্লাব ও ফেডারেশন– তিন পক্ষেরই এই অব্যবস্থাপনার দায় এড়ানোর সুযোগ নেই।
শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও ওয়ান্ডারার্সের ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে। ভেন্যুটির জন্য বিশেষ ম্যাচটিতে মোহামেডান ৬-০ গোলে হারিয়েছে ওয়ান্ডারার্সকে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ওয়ান্ডারার্স ঢাকার ফুটবলে দাপট দেখিয়েছিল। স্বাধীনতার পর থেকে ধার কমতে কমতে একেবারে ম্রিয়মাণ হয়ে যায়। সম্প্রতি তারা দীর্ঘদিন পর ফুটবলের শীর্ষ স্তরে ফিরে এসেছে।
ম্যাচের ৫ মিনিটে বোয়েটাংয়ের দারুণ এক পাস থেকে ইমানুয়েল বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে বল জড়িয়ে দেন জালে। ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। বক্সের বাইরে সরাসরি বল পেয়ে মিনহাজুর আবেদীন রাকিব বাঁ-পায়ের জোরালো শটে জাল কাঁপান। পরে অধিনায়ক সুলেমান দিয়াবাতের গোলে মোহামেডান ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শেষ দশ মিনিটে সাদা-কালো (আজ ছিল সাদা-সবুজ) জার্সিধারীরা আরও তিনটি গোল করে। ৮০ মিনিটে অধিনায়ক সুলেমানের পাসে বোয়েটাং গোল করেন। ৮৯ মিনিটে অধিনায়ক নিজেই করেন আরেকটি গোল। ইনজুরি সময়ে সৌরভ দেওয়ান প্লেসিং শটে গোল করলে ৬-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। ২৩ মিনিটে মুস্তফার পাসে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। এরপর আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে উঁচু শটে জাল কাঁপান। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে ম্যাচে ফেরে পুলিশ। আরিফুর রহমানের কর্নারে মানিক হোসেন মোল্লা হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে বল জড়িয়ে দেন জালে। ৬২ মিনিটে গাম্বিয়ান জাকারিয়া দারবোর গোলে ব্রাদার্স জয় নিয়ে মাঠ ছাড়ে।