বাজারে নতুন আলুর দাম কমতে শুরু করলেও দিন দিন বাড়ছে পুরনো আলুর দাম। বাজারে প্রতি কেজি ডায়মন্ড আলু বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এদিকে সামান্য কমেছে পেঁয়াজের। এই দামকে স্বাভাবিকভাবে দেখছেন না ক্রেতারা।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের হাজী জয়নাল আবেদীন বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
বিক্রেতাদের মতে, এক সপ্তাহ আগেও এই আলু বিক্রি হয়েছে ৭০ টাকায়। দাম বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে বিক্রেতারা জানান, ভারতীয় সীমান্ত বন্ধ থাকার প্রভাব পড়েছে দেশের বাজারে।
আলু ব্যবসায়ীরা জানান, ভারতীয় স্থলবন্দর হিলি সীমান্ত দিয়ে প্রতিদিনই আলু-পেঁয়াজ আমদানি হতো। যা বর্তমানে বন্ধ রয়েছে৷ ফলে ডায়মন্ড আলুর দাম বাড়ছে।
এদিকে দাম বৃদ্ধির কারণে হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। মিনারা বেগম নামে একজন পোশাক শ্রমিক শুক্রবার ঢাকা উদ্যান এলাকায় বাজার করতে আসেন। এই প্রতিবেদকের সঙ্গে আলুর দাম প্রসঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এক কেজি আলুর দাম ৮০ টাকা! চিন্তা করা যায়? আমরা গরীব মানুষ কি খাইয়া বাঁচি?’
এদিকে বাজারে দেশীয় জাতের নতুন আলুর সরবরাহ বেড়েছে। একই সঙ্গে কমতে শুরু করেছে দাম। সপ্তাহ তিন আগেও চড়া দামে বিক্রি হওয়া নতুন আলু এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দোকানির সঙ্গে খানিক দর-কষাকষি করলে ৯০ টাকার বিনিময়েও এক কেজি নতুন আলু ঢুকছে ক্রেতার থলেতে।