ভারতকে হারিয়ে পাকিস্তানের এশিয়া কাপ শুরু

নভেম্বর 30, 2024
by

দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ নিয়ে যতটা না উদ্দীপনা থাকে, সাম্প্রতিক সময়ে ততটা দ্বৈরথ দেখা যায় না মাঠের পারফরম্যান্সে। যেখানে ভারতের চেয়ে পাকিস্তান ঢের পিছিয়ে। তবে বয়সভিত্তিক টুর্নামেন্টে দুই দেশ তুলনামূলক ভালোই রোমাঞ্চ উপহার দিয়ে আসছে। তেমনই এক ম্যাচে আজ (শনিবার) চিরপ্রতিদ্বন্দ্বীরা অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল। যেখানে ভারতকে ৪৫ রানে হারিয়েছে পাকিস্তান। 

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে পাকিস্তানি যুবারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮১ রান তোলে। তাদের পক্ষে ১৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ওপেনার শাহজাইব খান। অন্যদিকে, ৪৭.১ ওভারে ২৩৮ রানে অলআউট হয়েছে ভারতীয় যুবারা। তাদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেছেন নিখিল কুমার। তবে আইপিএলে দল পেয়ে ব্যাপক আলোচিত বৈভব সূর্যবংশী মাত্র ১ রান করেছেন।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে অসাধারণ শুরু এনে দেন দুই ওপেনার শাহজাইব ও উসমান খান। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৩০ ওভারে ১৬০ রান তোলেন। ৯৪ বলে ৬০ রান করা উসমানের বিদায়ে ভাঙে সেই জুটি। সেই জুটিই মূলত পাকিস্তানের বড় পুঁজির ভিত গড়ে দেয়। এর বাইরে তৃতীয় উইকেট জুটিতে শাহজাইব ও মোহাম্মদ রিয়াজুল্লাহ মিলেন স্কোরবোর্ডে যোগ করেন ৭১ রান। 

প্রথম ইনিংসের একেবারে শেষ বলে আউট হওয়ার আগে শাহজাইব খান ১৫৯ রানের ম্যারাথন ইনিংস খেলেছেন। ১৪৭ বলে তার ব্যাটে এসেছে ৫টি চার ও ১০টি ছক্কার বাউন্ডারি। যা অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডে পরিসংখ্যানে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ছক্কা ও ইনিংসের রেকর্ড। এ ছাড়া রিয়াজুল্লাহ’র ২৭ রান ছাড়া বলার মতো রান পাননি আর কেউই। তবুও তারা ২৮১ রানের বড় পুঁজি পেয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সমর্থ নাগারাজ, এ ছাড়া আয়ুশ মহাত্রে নেন ২ উইকেট।

বড় লক্ষ্য তাড়ায় ভালো শুরুর ইঙ্গিত দিয়েও ২৮ রানের মাথায় ২ উইকেট হারায় ভারতীয় যুবারা। আয়ুশ ২০ রান করলেও, আরেক ওপেনার বৈভব ১ রানে আউট হয়ে যান। এর বাইরে ভারতের বড় জুটি বলতে কেবল ৫৩ রান এসেছে ষষ্ঠ উইকেটে। ৭৭ বলে ৬টি চার ও ৩ ছক্কায় নিখিল কুমার সর্বোচ্চ ৬৭ রান করেছেন। এ ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি আর কেউই। আন্দ্রে সিদ্ধার্থ (১৫), মোহামেদ আমান (১৬), কিরণ চোরমালে (২০) ও হারভানশ সিং (২৬) থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন।

শেষদিকে অবশ্য টেল-এন্ডারে পাকিস্তানি বোলারদের মাঝে আতঙ্ক ছড়িয়েছেন মোহামেদ ইনান। শেষ উইকেটে নেমে ২২ বলে ২টি করে চার-ছক্কায় তিনি ৩০ রান করেন। তিনি রানআউট হতেই ২৩৮ রানে থামে ভারতের ইনিংস। হার দিয়ে তাদের যুব এশিয়া কাপ শুরু হলো। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন আলি রাজা। এ ছাড়া আবদুল সোবহান ও ফাহাম-উল-হক ২টি করে উইকেট নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

পূর্বাচলের লেকে মিলল কিশোরীর ভাসমান মরদেহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি লেক থেকে ভাসমান অবস্থায়

টানা দুই জয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে লিড নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী