সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের সিএনজি অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাত ১২টার দিকে ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে এ ঘটনাটি ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান। শিহাব উদ্দিন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। তিনি পেশায় সিএনজিাচালিত অটোরিকশাচালক।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাওয়া এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের মুখে রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশার ওপর পড়ে যায়। এসময় অটোরিকশার ভেতর থেকে দুজন বেরিয়ে আসলেও চালক শিহাব উদ্দিন বের হতে পারেননি। ট্রাকের নিচে তিনি চাপা পড়ে যান। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় জনতা চেষ্টা করে রাত ১টার দিকে তাকে উদ্ধার করেন। রাত দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে সিলিন্ডার ভর্তি ট্রাক উল্টে সিএনজিচালকের মৃত্যু হয়েছে। ট্রাক আটক করে থানায় নেওয়া হয়েছে।