ঢালিউডের গ্লামারাস নায়িকা ইয়ামিন হক ববি। এবার ‘তছনছ’ সিনেমা নাম লেখালেন তিনি। এতে তার বিপরীতে থাকবেন ‘ডার্কওয়ার্ড’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া মুন্না খান। এটি নির্মাণ করবেন খ্যাতিমান পরিচালক বদিউল আলম খোকন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ৮টায় সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। এর আগে ‘ডার্কওয়ার্ড’ সিনেমা মুক্তির সময় ববির বিপরীতে কাজের ইচ্ছা প্রকাশ করেছিলেন মুন্না। এবার তার সেই স্বপ্নপূরণ হতে যাচ্ছে।
নতুন সিনেমায় অভিনয় প্রসঙ্গে ববি কালবেলাকে বলেন, বদিউল আলম খোকন ভাইয়ের সঙ্গে আমি আগেও কাজ করেছি। ভীষণ সিনেমাপাগল একজন মানুষ তিনি। আমাকে এই সিনেমায় যখন কাজটি করতে বললেন না করতে পারিনি। মুন্না খানের অভিনয়ের ব্যাপারেও অনেকের কাছেই ভালো বলে শুনেছি। ‘তছনছ’ নামের মধ্যে অন্যরকম একটা অ্যাকশন আছে। দর্শক ভালো কিছুই পাবেন।
জানা গেছে, সিনেমায় ববি-মুন্না ছাড়া আরও অভিনয় করবেন দীপা খন্দকার, মিশা সওদাগর, জয় রাজ, বড়দা মিঠু, জাহিদ ইসলাম প্রমুখ।