বিজেপিবিরোধী জোট ইনডিয়াকে নেতৃত্ব দিতে প্রস্তুত মমতা

ডিসেম্বর 7, 2024
by

ভারতের কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপি ও তার সমমনা দলগুলোর বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ‘ইনডিয়া’ জোটকে নেতৃত্ব দিতে প্রস্তুত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেখানাকার রাজ্য সরকারে ক্ষমতাসীন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী।

সাক্ষাৎকারে ইনডিয়া জোটের সাম্প্রতিক ঝিমিয়ে পড়া অবস্থা নিয়ে প্রশ্ন করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। উত্তরে মমতা বলেন, “হ্যাঁ, যাদের হাতে এই জোটটি গঠিত হয়েছিল, তাদের মধ্যে আমিও রয়েছি; এখন ইনডিয়া কীভাবে চলবে— তা নির্ভর করছে জোটকে যারা সামনের সারি থেকে নেৃতত্ব দিচ্ছেন, তাদের ওপর।”

“এখন, যারা সামনের সারিতে আছেন, তারা যদি তাদের কাজটি ঠিকমতো করতে না পারেন, তাহলে আমি কী করতে পারি। আমি শুধু এটুকু বলতে পারি যে জোটের সব শরিককে গুরুত্ব দেওয়া উচিত।”

মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কট্টর বিজেপিবিরোধী নেত্রী হিসেবে পরিচিত। দেশটির জাতীয় রাজনীতিতে এই মুহূর্তে মুষ্টিমেয় যে কয়েকজন বিজেপিবিরোধী প্রভাবশালী রাজরনীতিবিদ রয়েছেন, তাদের মধ্যেও তিনি অগ্রগণ্য।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় যদি ইনডিয়া-কে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তার কাছে আসে, তাহলে তিনি তা গ্রহণ করবেন কি না। উত্তরে তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আমাকে রাজ্য রাজনীতিতে অনেক সময় দিতে হয়। রাজ্য ছেড়ে বেশি দিন বাইরে থাকার উপায় নেই।”

“তবে যদি আমাকে জোটের নেতৃত্বের দায়িত্ব প্রদান করা হয়, আমি এই নিশ্চয়তা দিতে পারি যে ইনডিয়া মসৃন গতিতে চলবে। আমি বাংলার বাইরে যেতে চাই না, তবে এখানে থেকেই জোটকে নেৃতত্ব দিতে পারি।”

সম্প্রতি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রের বিধানসভায় ভূমিধস জয় পেয়েছে বিজেপি ও শিবসেনার একাংশের নেতৃত্বাধীন মহাজুটি জোট। কংগ্রেস ও ইনডিয়া জোটভুক্ত অন্যান্য দলগুলোর রীতিমতো ভরাডুবি ঘটেছে মহারাষ্ট্রে।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে অবশ্য ইনডিয়াভুক্ত দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম জয় পেয়েছে, তবে মহারাষ্ট্রে যে ইনডিয়া’র ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণ এই জয় দিয়ে সম্ভব নয়। কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ঝাড়খণ্ডের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মহারাষ্ট্র। এ রাজ্যটি ভারতের সবচেয়ে ধনী রাজ্য হিসেবেও পরিচিত।

ভোটের ফলাফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের পার্লামেন্ট সদস্য কল্যাণ ব্যানার্জী সম্প্রতি ইনডিয়া জোটের শীর্ষ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তার প্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এসব প্রশ্ন করেছিল নিউজ ১৮। বর্তমানে ইনডিয়ার নেতৃত্বে রয়েছে কংগ্রেস।

২০২৩ সালের আগস্টে কংগ্রেসসহ বিজেপিবিরোধী ২৪টি রাজনৈতিক দল গঠন করে ইনডিয়া জোট। এই জোটের লক্ষ্য ছিল ২০২৪ সালের পার্লামেন্ট নির্বাচনে বিজেপিকে পরাস্ত করা।

সেই লক্ষ্য অবশ্য অর্জন হয়নি, তবে ২০১৯ সালের তুলনায় ২০২৪ সালের নির্বাচনে আসনসংখ্যা অনেক বেড়েছে বিজেপিবিরোধী দলগুলোর।

২০২৪ সালের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে কয়েকটি আসন চেয়েছিল কংগ্রেস, কিন্তু মমতা তাতে কঠোর আপত্তি জানিয়েছিলেন। তারপর থেকেই মমতার সঙ্গে কংগ্রেস ও ইনডিয়া জোটের সম্পর্কে শীতলতা এসেছে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সপ্তাহের ব্যবধানে উদ্বাস্তু ১০ লাখ ছাড়িয়েছে

সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরও লেবাননে বিমান

তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা

 তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ