পার্বত্য জেলা রাঙামাটিতে সাজেক ভ্যালি থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়ি পাহাড়ি খাদে পড়ে দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন পর্যটক আহত হয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাজেকের হাউসপাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ওসি কনক সরকার দুর্ঘটনার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেকে ভ্রমণে যায় পর্যটকরা। সাজেক ঘুরে খাগড়াছড়ি ফেরার পথে জিপগাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়। এতে চালকসহ ১২ জন যাত্রীর মধ্যে ১০ জন আহত হয়।
সাজেক থানার ওসি কনক সরকার জানান, সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপগাড়িটি পাহাড়ি খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।