সন্ত্রাস বিরোধ আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হল শাখার সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীর ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
ওসি বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার সঙ্গে আরো চার জন আছে, তবে পদবি জানা যায়নি। তাদের কোর্টে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে।
আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।