শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিশানায়েকে তার প্রথম বিদেশ সফর হিসেবে ভারতকে বেছে নিয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) তিনি ভারতে এসে পৌঁছেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নতুন প্রেসিডেন্টের প্রথম ভারত সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা দিচ্ছে।
ভারত সফরে এসেই প্রথম দিনে দিশানায়েকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে তিনি ভারতের অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট অনুঢ়া বলেন, ভারত-শ্রীলঙ্কার অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন ও জ্বালানি খাতকে উন্নত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনায় উঠে এসেছে।
তিনি আরও বলেন, এসব আলোচনায় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানোর অঙ্গীকার প্রকাশ পেয়েছে।
দুই দেশের বৈঠকে শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। চীন বর্তমানে শ্রীলঙ্কার সবচেয়ে বড় দ্বিপাক্ষিক ঋণদাতা হলেও ভারত সাম্প্রতিক বছরগুলোতে সেখানে অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় শূন্য হয়ে যায়, যার ফলে দেশটির সরকার পতন ঘটে। এরপর অন্তর্বর্তী রাষ্ট্রপতি দায়িত্ব নেন।
চলতি বছরের সেপ্টেম্বরে নির্বাচনে জয়ী হয়ে বামপন্থি নেতা অনুঢ়া কুমারা দিশানায়েকে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি দুর্নীতি দূর করার অঙ্গীকার করেছিলেন। ভারতে তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।