ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং বিচার দাবি করে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।
বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানী রামপুরা ব্রিজে তারা এ কর্মসূচি পালন করেন।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার দ্রুত বিচার দাবি করা হয়। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশজুড়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার নিরাপত্তাহীনতার অভিযোগ করেন তারা।
এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, শিহান ও সীমান্তকে টার্গেট কিলিং করা হয়েছে। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্তহত্যা ও আক্রমণ করা হচ্ছে। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, আজ আংশিক অবরোধ করা হয়েছে। যদি দ্রুত বিচার করা না হয় তাহলে আমরা পুরো ঢাকা অবরোধ করতে দ্বিধা করব না। আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের আইনের আওতায় আনা না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর ভোরে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একইদিন নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। দু’দিন পর ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত রোববারও (১২ ডিসেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করেছিলেন।
এসময় তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবির মধ্যে রয়েছে– বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে, পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে, ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু হবে এবং যতক্ষণ তাদের গ্রেপ্তার না করা হবে ততক্ষণ ফেসবুক প্রোফাইলে তার ছবি ও মৌন প্রতিবাদ চলবে।