পুরো বছর ধরেই বি-টাউনে যে বিষয়টি নিয়ে কমবেশি চর্চা হয়েছে, তা হলো ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদ প্রসঙ্গ। শোনা যাচ্ছে, বহুদিন ধরেই নাকি তারা আলাদা থাকেন। যদিও এই বিবাহ বিচ্ছেদ নিয়ে এখনও কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি দম্পতির কেউই।
তবে যা রটে, তার কিছু তো বটে! বিচ্ছেদের গুঞ্জনের মাঝে হঠাৎই একের পর এক সাক্ষাৎকার ভাইরাল হচ্ছে সামাজিক মাধ্যমে। আবার কিছুদিন আগে অভিষেকের বিয়ের আংটি না পরা আঙুলের ছবি প্রকাশিত হওয়ার পর বিষয়টি আরও জোরালো হয়। সেখানে অভিষেক নিজেই বলেছিলেন, যতদিন আঙুলে আংটি থাকবে, ততদিন এই নিয়ে কোনও প্রশ্ন উঠবে না। কিন্তু সম্প্রতি আংটি তার আঙুলে না থাকায়, এই নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে এক জনপ্রিয় ম্যাগাজিনে দেওয়া আরেক সাক্ষাৎকারও ভাইরাল। সেখান থেকে জানা গেল, অভিষেকের সঙ্গে নাকি প্রতিদিনই ঝগড়া করেন ঐশ্বরিয়া!
সেই সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে প্রশ্ন করা হয়েছিল, তাদের মধ্যে ঝগড়া হয় কি না? উত্তরে ঐশ্বরিয়া বিন্দুমাত্র না ভেবে বলেছিলেন, ‘প্রতিদিন হয়। এমনকি প্রতি রাতে শুতে যাওয়ার আগে ঝগড়া হবে না, এমনটা হতেই পারে না। এখন একঘেয়ে হয়ে গেছে বিষয়টি।’
তবে সেখানে পাশে বসে থাকা অভিষেক বচ্চন স্পষ্ট করে দেন যে, সে লড়াইয়ের মানে লড়াই নয়। এটা লড়াইয়ের থেকে অনেকাংশ বেশি অসম্মতি। সেগুলো কোনোটাই গুরুতর নয়। এগুলো তো স্বাস্থ্যকর। নয়তো সম্পর্ক খুব একঘেয়ে হয়ে পড়ে। তাই পিলো ফাইটটা তারা বজায় রেখেছেন।