২০১০-এর শুরুর দিকে বলিউডে নতুন তারকারা নিজেদের জায়গা তৈরি করেন। তাদের মধ্যে রয়েছেন রণবীর সিং, আয়ুষ্মান খুরানা, পরিণীতি চোপড়া, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো তরুণ অভিনেতারা। কিন্তু তাদের মধ্যেই এক অভিনেতা ছিলেন গিরিশ কুমার, যিনি অভিনয় ছেড়ে ব্যবসার জগতে প্রবেশ করেন। ফলে, বর্তমানে তিনি বড় বড় তারকাদের থেকেও অনেক বেশি টাকার সম্পত্তির মালিক।
গিরিশ ২০১৩ সালে প্রভু দেবার ছবি ‘রামাইয়া বাস্তাভাইয়া’ দিয়ে বলিউডে পা রাখেন। ছবিটি জনপ্রিয় হলেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এরপর ২০১৬ সালে তার দ্বিতীয় ছবি ‘লাভশুদ্ধা’ মুক্তি পায়, যা বাণিজ্যিকভাবে মুখ থুবড়ে পড়ে। এরপরই অভিনয় ছেড়ে দেন গিরিশ।
গিরিশ হলেন টিপস ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা কুমার এস তৌরানির ছেলে। অভিনয় ছাড়ার পর তিনি পরিবারের ব্যবসা সামলাতে শুরু করেন। বর্তমানে তিনি টিপস ইন্ডাস্ট্রিজের চিফ অপারেটিং অফিসার। এই কোম্পানির বাজারমূল্য এখন প্রায় ১০,৫১৭ কোটি।
টিপস ইন্ডাস্ট্রিজের অংশীদার হওয়ার ফলে গিরিশ প্রচুর টাকার মালিক হয়ে যান। তার মোট সম্পদ প্রায় ২১৬৪ কোটি রুপি, যা অনেক বলিউড তারকার থেকেও বেশি। এমনকি তিনি আমির খান, রণবীর সিং, বরুণ ধাওয়ানের মতো তারকাদেরও পেছনে ফেলেছেন।