ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরিতে সবার ওপরে নামটি অস্ট্রেলিয়ান তরুণ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের। মাত্র ২৯ বলে তিনি ব্যক্তিগত মাইলফলকের রেকর্ডটি গড়েন। এরপরই অবস্থান দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের। সাবেক এই প্রোটিয়া অধিনায়কের ৩১ বলে করা সেঞ্চুরিটিই অবশ্য আন্তর্জাতিক ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম। এবার ফরম্যাটটিতে তৃতীয় দ্রুততম শতক হাঁকিয়েছেন ভারতীয় আনমলপ্রিত সিং।
৫০ ওভারের ফরম্যাটে ভারতে চলছে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফি। সেখানেই এই ফরম্যাটের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি করে রেকর্ডবইয়ে নাম তুলেছেন পাঞ্জাবের ২৬ বছর বয়সী ক্রিকেটার আনমলপ্রিত। অরুণাচল প্রদেশের বিপক্ষে রানতাড়ায় তার সেঞ্চুরিতেই বড় জয় পেয়েছে পাঞ্জাব। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যা সবচেয়ে দ্রুততম।
টুর্নামেন্টে ‘সি’ গ্রুপের খেলায় আজ (শনিবার) আগে ব্যাট করতে নেমে অরুণাচল প্রদেশ ৪৮.৪ ওভারে ১৬৪ রান তুলতেই অলআউট হয়ে যায়। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই জাতীয় দলের ওপেনার ও পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মা আউট হয়ে যান। শুরুর ধাক্কা সামলে ওয়ানডাউনে নেমে বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন আনমলপ্রিত। খুনে ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন মাত্র ৩৫ বলে। শেষ পর্যন্ত ৪৫ বলে ১২টি চার ও ৯ ছক্কায় ১১৫ রান করে পাঞ্জাবের জয় নিশ্চিত করেন তিনি।
মূলত আনমলপ্রিতের ঝড়েই পাঞ্জাব ওয়ানডে ম্যাচটি জিতেছে মাত্র ১২.৫ ওভারে। লিস্ট ‘এ’ শ্রেণির ক্রিকেটে এটি ডানহাতি এই ব্যাটারের পঞ্চম সেঞ্চুরি। এখন পর্যন্ত তিনি সবমিলিয়ে ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪০.১৭ গড় ও ৯৩.৪৩ স্ট্রাইকরেটে ১৬০৭ রান করেছেন। আনমলপ্রিত হয়তো আরেকটি জবাব দিতে চেয়েছেন তার এই ইনিংসে। সম্প্রতি অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামে দল পাননি এই ক্রিকেটার। এর আগে যদিও ২০২১-২২ (মুম্বাই ইন্ডিয়ান্স) এবং ২০২৩-২৪ (সানরাইজার্স হায়দরাবাদ) মৌসুমে তিনি খেলেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালে ওয়ানডেতে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ৩১ বলের সেই সেঞ্চুরির রেকর্ডটি আট বছর রাজত্ব করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে এখনও সেটাই সবার ওপরে। এরপর ফরম্যাটটির স্বীকৃত ম্যাচে ২০২৩ সালের অক্টোবরে স্রেফ ২৯ বলে সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে যান দক্ষিণ অস্ট্রেলিয়ার ব্যাটার ফ্রেজার-ম্যাকগার্ক।
ভিলিয়ার্স ও ম্যাকগার্কের রেকর্ডের আগে সবচেয়ে দ্রুততম (৩৬ বলে) ওয়ানডে সেঞ্চুরির কীর্তি ছিল নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসনের। যদিও তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্রিকেটার। আজ তাকেও ছাড়িয়ে দ্রুততম সেঞ্চুরির তালিকায় তিন নম্বরে নাম তুলেছেন আনমলপ্রিত সিং।