ইঞ্জিন রুমে বিস্ফোরণ, ভূমধ্যসাগরে ডুবে গেল রুশ জাহাজ

ডিসেম্বর 24, 2024
by

ইঞ্জিন কক্ষে বিস্ফোরণের পর রাশিয়ার পণ্যবাহী জাহাজ উরসা মেজর ভূমধ্যসাগরে ডুবে গেছে। এই ঘটনায় জাহাজের অন্তত দু’জন ক্রু নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভূমধ্যসাগরে উরসা মেজরের ডুবে যাওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০০৯ সালে তৈরি করা জাহাজটির পরিচালনার দায়িত্বে ছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামরিক সরঞ্জাম নির্মাণ কোম্পানি ওবোরোনলোগিস্তিকার। কোম্পানিটি বলেছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্টকের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছে জাহাজ উরসা মেজর। জাহাজের ডেকে বিশাল আকারের দু’টি ক্রেন ছিল।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে, ডুবে যাওয়া জাহাজের ১৬ ক্রু সদস্যের মধ্যে ১৪ জনকে উদ্ধার করে স্পেনে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত দু’জন ক্রু নিখোঁজ রয়েছেন। তবে কী কারণে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটেছে সেই বিষয়ে বিবৃতিতে কোনও তথ্য জানানো হয়নি।

স্পেনে নিযুক্ত রাশিয়ার দূতাবাসের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আরআইএ বলেছে, কোন পরিস্থিতিতে জাহাজটি ডুবে গেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে স্পেন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে রুশ দূতাবাস।

জাহাজের মালিক কোম্পানি ওবোরোনলোগিস্তিকা ও এসকে-ইয়ুগ জাহাজটির ডুবে যাওয়ার বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকায় ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এই দুই কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে।

ভিডিও ফুটেজে দেখা যায়, জাহাজের পেছনের দিকের অংশ ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছে। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি জাহাজ থেকে ডুবে যাওয়ার দৃশ্য ধারণ করা হয়। তবে ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। যদিও মঙ্গলবার রাশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম লাইফ ডট আরইউ এই ভিডিও প্রকাশ করেছে।

জাহাজটির গতিবিধি পর্যবেক্ষণে দেখা যায়, গত ১১ ডিসেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বন্দর থেকে ভ্লাদিভোস্টকের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজ উরসা মেজর। সোমবার ভূমধ্যসাগরের আলজেরিয়া ও স্পেনের জলসীমায় থাকাকালীন জাহাজটি থেকে সর্বশেষ বার্তা পাঠানো হয়। পরে ওই এলাকায় জাহাজটি ডুবে যায়।

এর আগে, জাহাজটির গন্তব্য সিরিয়ার টারতুস বন্দর ছিল বলে জানানো হয়। যদিও পরবর্তীতে সেন্ট পিটার্সবার্গ ত্যাগ করার সময় জাহাজটির পরবর্তী গন্তব্য রাশিয়ার ভ্লাদিভোস্টক বন্দর ছিল বলে ইঙ্গিত পাওয়া যায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল এসপানল বলেছে, ডুবে যাওয়া রুশ জাহাজের ক্রু সদস্যদের স্পেনের কার্টেজেনা বন্দরে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের নৌবাহিনীর একটি জাহাজসহ বেশ কয়েকটি জাহাজ ক্রুদের উদ্ধার অভিযানে অংশ নেয়। আগামী ২২ জানুয়ারি ভ্লাদিভোস্টক বন্দরে পৌঁছানোর কথা ছিল জাহাজটির।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন মুস্তাফিজের সাবেক সতীর্থ

সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন

গাজীপুরে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকসহ দুইজনের

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সিদ্দিকা বেগম (৪৮) নামের এক প্রধান