নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করায় সিদ্ধিরগঞ্জে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন সরকারের নেতৃত্বে নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন।
মিষ্টি বিতরণের বিষয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা রিপন সরকার বলেন, আমরা মিষ্টি বিতরণ করেছি মূলত আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আমরা ১৬ বছর যাবত তৃণমূলের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছি। ৫ আগস্টের পর আমাদের ওপর নতুন করে নির্যাতন শুরু হয়েছিল। যেটা আসলে আমরা মেনে নিতে পারছিলাম না। বিভিন্ন সময় আমরা দাবি উঠিয়েছি।
স্বেচ্ছাসেবক দলের এই নেতা অভিযোগ করে বলেন, জেলা কমিটির কিছু নেতার হাত ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছিলো। আমরা সবসময় চাঁদাবাজি, ভূমিদস্যুতার বিরুদ্ধে ছিলাম। সিদ্ধিরগঞ্জ আর ফতুল্লায় চাঁদাবাজি, ভূমিদস্যুতা কাদের হাত ধরে হয়েছে সেটা সবাই জানে। ৫ তারিখের পর আমাদের বিএনপির বিভিন্ন নেতাদের মামলা দেওয়া হয়েছিল। আমরা কয়েকবার এর জন্য প্রতিবাদ মিছিল করেছি। আমরা তৃণমূলের নেতাকর্মীরা যারা দীর্ঘদিন হামলা-মামলার শিকার হয়েছি, এই ৫ আগস্টের পর আবার নতুন করে মিথ্যা মামলায় আমাদের নামে দেওয়া হয়েছে। যারা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের বিরুদ্ধেই মামলাগুলো দেওয়া হয়েছিল। আমরা এখন এগুলো থেকে মুক্তি পেয়েছি। এজন্য আমরা মিষ্টি বিতরণ করেছি। এখানে অন্য কোনো রাজনীতি নেই।
রিপন সরকার বলেন, যে নেতা তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের সম্মান করবে আগামীতে যেন এমন নেতৃত্বই আসে। যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিল এরকম নেতৃত্বের কাছেই যেন নেতৃত্ব তুলে দেওয়া হয়। এটাই আমাদের দাবি।