ইয়েমেন থেকে ইসরায়েলে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। বুধবার সকালে এ হামলা চালিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এতে অন্তত ৯ ইসরায়েলি আহত হয়েছেন।
তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে ইয়েমেন থেকে রকেট হামলা হয়েছে। এ হামলার সময়ে আশ্রয়ের জন্য দৌড়াতে গিয়ে তারা আহত হন।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইয়েমেন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। তবে ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের আগেই এগুলোকে ভূপাতিত করা হয়েছে। দেশটি থেকে এ হামলা চালানোর ফলে তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় বিমান হামলার সাইরেন বেজেছে। এ সময় স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে ৯ জন আহত হয়েছেন।
সেনাবাহিনীর এক বিবৃতিতেও ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হুতিরা জানিয়েছে, মধ্য ইসরায়েলের জাফায় একটি সামরিক লক্ষ্যবস্তুতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ক্ষেপণাস্ত্রটি তার নিশানায় আঘাত হেনেছে। এ সময় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হলে দেশটিতে হামলা অব্যাহত রাখার হুমকি দেন তিনি।
গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে চতুর্থবারের মতো হামলা চালিয়েছে হুতিরা। এর আগে গত সোমবার তারা জানায়, ইসরায়েলের জাফা এবং আশকলানে সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করে দুটি সামরিক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত এক সপ্তাহে অন্তত চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। দেশটি থেকে গত বৃহস্পতিবার, শনিবার ও মঙ্গলবারও হামলা চালানো হয়েছে।