হুমকিতে পদ্মা সেতুসহ ডান তীররক্ষা বাঁধ

ডিসেম্বর 25, 2024
by

শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলার পদ্মা নদীতে চলছে অবাধে বালু উত্তোলন। রাত হলেই পদ্মা নদীতে শুরু হয় অবাধে বালু উত্তোলনের মহোৎসব। হুমকির মুখে পড়েছে পদ্মা সেতুসহ জাজিরা-নড়িয়ার ডান তীররক্ষা বাঁধ।

এরই মধ্যে একশ মিটার ভাঙন দেখা দিয়েছে জাজিরা উপজেলার নাওডোবা জিরো পয়েন্টের বেড়িবাঁধে। নদীতে চলে গেছে পাইনপারা আহামেদ মাঝিকান্দির গ্রামের মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক বসতভিটা।

এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে যে কোনো সময় বদলে যেতে পারে নদীর গতিপথ। স্রোত এসে আঘাত হানতে পারে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধে।

শরীয়তপুর জেলাটি পদ্মা-মেঘনার মতো বড় বড় নদী দ্বারা বেষ্টিত। প্রমত্তা পদ্মার ভাঙনে বিভিন্ন সময়ে বিলীন হয়েছে হাজার হাজার বসতবাড়ি, ফসলি জমি, সরকারি-বেসরকারি স্থাপনা। নড়িয়ার ভাঙন রোধে পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার। জাজিরা ও সখীপুরে চলমান রয়েছে আরও দুটি প্রকল্প। পদ্মা নদীর ডান তীররক্ষা বাঁধের অপর প্রান্ত থেকেই নড়িয়া উপজেলার কেদারপুর সাধুর বাজার চরআত্রা, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়ন সীমানায় এবং জাজিরা উপজেলার কুন্ডেরচর বাবুরচর ও সিডারচর এলাকা থেকে প্রতিনিয়ত রাতে নদী থেকে ড্রেজার দিয়ে বালু কেটে বলগেট জাহাজে ভরে দিচ্ছে একটি প্রভাবশালী মহল। নড়িয়া-জাজিরার পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে প্রায় ৫০টি খননযন্ত্র দিয়ে চলে নদী থেকে বালু উত্তোলনের কাজ। একেকটি ড্রেজার প্রতি রাতে ৭৫ হাজার থেকে ১ লাখ ফুট বালু উত্তোলন করে। বলগেট জাহাজে লোড দিয়ে প্রতি ফুট বালু বিক্রি করা হয় দেড় থেকে ২ টাকা দরে। বলগেট জাহাজে করে এই বালু জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হয়। এই বালুই এলাকায় ভিটি বালু নামে পরিচিত। বিভিন্ন নিচু এলাকা ভরাটের কাজে ব্যবহার করা হয় এই বালু। ভরাটের কাজে এর চাহিদা বেশি হওয়ায় প্রভাবশালী একটি মহল নদীর বালু বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

পদ্মার ভাঙন রোধে ১ হাজার ৪১৭ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে নড়িয়ার সুরেশ্বর থেকে জাজিরার সফিকাজীর মোড় পর্যন্ত ১০ দশমিক ২ কিলোমিটার তীররক্ষা বাঁধ নির্মাণকাজ ২০২২ সালে শেষ করে পানি উন্নয়ন বোর্ড।

এ ছাড়া ৮৬০ কোটি টাকা ব্যয়ে জাজিরা উপজেলার মাঝিরঘাট জিরো পয়েন্ট থেকে ভাটিতে সফিকাজীর মোড় পর্যন্ত ৮.৬৭ কিলোমিটার ডানতীর রক্ষা বাঁধের কাজ শুরু হয়েছে চলতি বছরের জুনে।

এমনকি ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানায় পদ্মা নদীর ডানতীরে ৫৯২ কোটি টাকা ব্যয়ে ৫ দশমিক ৮ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ প্রায় শেষের দিকে।

অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন রাত নেমে এলেই তীররক্ষা বাঁধ বরাবর নড়িয়া উপজেলার কেদারপুর সাধুর বাজার, চরআত্রা, নওপাড়া, ভেদরগঞ্জের কাচিকাটা ও জাজিরার কুন্ডেরচর, বাবুর চর ও সিডাচর এলাকার মাঝ পদ্মায় শুরু হয় বালু উত্তোলনের মহোৎসব। প্রায় ৫০টি ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলে বলগেট জাহাজে করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র।

জাজিরা ও নড়িয়া উপজেলার প্রশাসন কয়েক দফায় অভিযান চালিয়ে জেল জরিমানা করলেও থামছে না বালু উত্তোলন।

স্থানীয় প্রভাবশালী অসাধু সিন্ডিকেট বিভিন্ন দলের নাম ভাঙিয়ে বালু তোলার উৎসবে মেতে উঠেছে। পদ্মায় বালু বিক্রি করে কোটি কোটি টাকা লুফে নিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।

স্থানীয় বাসিন্দারা একাধিকবার বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেও কোনো ফল পাননি। বালু উত্তোলনের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন অনেকেই। বালুখেকো ব্যক্তিরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

বালুদস্যু সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকা ব্যবসায়ী রফিক খাঁ বলেন, আমরা চারটি চালাই আমার সঙ্গে উজ্জ্বল, বাবুরচর থেকে সুরেশ্বর ঘাট পর্যন্ত অনেকেই আছে, দেলোয়ার খাঁ তিনটি, জসিম মল্লিক ছয়টি, ফিরোজ খান তিনটি, রিপন শেখ, আজহার শিকারি, সোহাগ, নুরুজ্জামান শেখ, শোভন খান, দিলু খানসহ সবার আলাদা আলাদা আছে; কিন্তু প্রশাসনিক সমস্যার কারণে উজ্জ্বলের নামই বলি- ও সবার সঙ্গে যোগাযোগ করে।

প্রশাসনকে ম্যানেজ করার দায়িত্বে থাকা অভিযুক্ত উজ্জ্বল খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোনে বলেন, ‘আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রশাসন কি আমার বোনজামাই লাগে? এগুলো ফালতু কথা।’

নৌপুলিশের দুটি পুলিশ ফাঁড়ির একটি নড়িয়া উপজেলার সুরেশ্বর ও জাজিরা উপজেলার মাঝির ঘাটে অবস্থিত। ফাঁড়ি দুটির ১০ কিলোমিটারের মধ্যে চলে বালু উত্তোলন। তাদের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তারেক হাসান বলেন, ‘পদ্মার ভাঙন রোধে নড়িয়ায় ডানতীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছে। জাজিরা ও সুরেশ্বর আরও দুটি বাঁধের কাজ চলমান রয়েছে। যদি এভাবে নদী থেকে বালু উত্তোলন করা হয়, তাহলে বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপরিকল্পিত বালু উত্তোলন নদীর গতিপথও বদলে দেয়। প্রতি বছর বর্ষা মৌসুমে বিভিন্ন পয়েন্টে নদীভাঙন দেখা দিয়েছে।’

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় বলেন, আমরা অভিযোগ পেলেই অভিযান পরিচালনা করি। এর আগেও অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার জব্দ করা হয়েছে এবং জড়িতদের জেল-জরিমানা করা হয়েছে। অবৈধ ড্রেজিংয়ের বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। তবে কোস্টগার্ড নৌ-পুলিশের ভূমিকা আরও জোরদার হওয়া প্রয়োজন। এ বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সংকর চন্দ্র বৈদ্য বলেন, শরীয়তপুরে নড়িয়ায় পদ্মা নদীতে দুই দফায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি কাটারসহ আটজনকে আটক করা হয়েছে। এর আগে অভিযান চালিয়ে ১৭ বালুদস্যুকে আটক করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পদ্মা নদীর বাঁধ রক্ষার স্বার্থে অবৈধভাবে কেউ যেন বালু উত্তোলন করতে না পারে সে লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কথা হয় চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সঙ্গে। তিনি মোবাইল ফোনে বলেন, রাতের আঁধারে তারা বালু উত্তোলন করে। আমরা মাঝেমধ্যেই অভিযান পরিচালনা করে থাকি। আমাদের জনবল কম। পদ্মা নদীতে বালু উত্তোলন কিছুতেই করতে দেওয়া হবে না। আমরা এ ব্যাপারে সোচ্চার রয়েছি।

প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, আমাদের ছাড়াও নদীতে আরও কয়েকটি সংস্থার দায়িত্ব রয়েছে। জেলা-উপজেলা প্রশাসনেরও কাজ রয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সরকারি নম্বরে একাধিকবার কল করলেও তিনি ফোন ধরেননি।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

‘মির্জাপুর ৩’ বোনাস পর্বে রয়েছে বড় চমক

‘মির্জাপুর’ নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনার শেষ নেই। প্রথম সিজন থেকেই

জাতির পিতার পরিবারের সদস্যদের পেছনে রাষ্ট্রের খরচ কত, জানাতে হাইকোর্টের আদেশ

জাতির পিতার পরিবার-সদস্যদের নিরাপত্তা আইন, ২০০৯ এবং বিশেষ নিরাপত্তা বাহিনী