আজ থেকে বুলাওয়েতে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। যেখানে অভিষেক হয়েছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের এবং জিম্বাবুয়েরও সমান সংখ্যক ক্রিকেটারের। সবমিলিয়ে ম্যাচে খেলছেন ৬ জন অভিষিক্ত ক্রিকেটারের।
বক্সিং ডে টেস্টে জিম্বাবুয়ের জার্সিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে খেলছেন বেন কারান। তবে বেন রোডেশিয়ানদের হয়ে এর আগে সীমিত ওভারের ক্রিকেটেও খেলেছেন। তার দুই ভাই স্যাম কারান ও টম কারান ইংল্যান্ডের হয়ে খেলেন।
রোডেশিয়ানদের অপর দুই অভিষিক্ত ক্রিকেটার হলেন টেভর গান্ডো ও নিউম্যান নিয়ামোরি। এই দুজনই পেসার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন।
আফগানিস্তানের হয়ে প্রথমবার টেস্ট খেলছেন সেদিকুল্লাহ অটল। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে আলোচনায় আসেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল। এবার সুযোগ পেয়ে গেলেন লাল বলের ক্রিকেটেও।
সেই ওয়ানডে সিরিজের আরেক আলোচিত নাম আল্লাহ মোহাম্মদ গাজানফার। এই রহস্য স্পিনার ইতোমধ্যেই চড়া দামে বিক্রি হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সাদা বলের ক্রিকেটে আলোচিত এই স্পিনার এবার সাদা পোশাকে খেলছেন আফগানিস্তানের জার্সিতে।
তাছাড়া আফগানিস্তানের হয়ে আজ অভিষেক হয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের। এই পেস বোলিং অলরাউন্ডার ইতোমধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন।