সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনীর বিরুদ্ধে কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে দেশটির ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠী। এই অভিযানের মাধ্যমে বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে নির্মুলের অঙ্গীকার করেছে দেশটির কর্তৃপক্ষ।
এর আগে, বুধবার দেশটির পশ্চিম উপকূলীয় প্রদেশ তারতুসে সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে অতর্কিত হামলা চালায় আসাদের অনুগত বাহিনী। এতে অন্তত ১৪ পুলিশ সদস্য নিহত হন। এই হত্যাকাণ্ডের পর সিরীয় কর্তৃপক্ষ বাশার আল-আসাদের অনুগত বাহিনীকে নির্মুলের ঘোষণা দিয়ে বৃহস্পতিবার অভিযান শুরু করেছে।
তারতুস প্রদেশে আসাদের আলাউইত সম্প্রদায়ের হাজার হাজার সদস্যের বসবাস রয়েছে। গত ৮ ডিসেম্বর বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশার আল-আসাদ সিরিয়া ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান। এরপর দেশটির ক্ষমতায় আসে সুন্নি ইসলামপন্থী বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির-আল-শাম (এইচটিএস)।
আসাদের পতনের পর এইচটিএস নেতৃত্বাধীন কর্তৃপক্ষের জন্য এখন পর্যন্ত সবচেয়ে মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছে তারতুসের সহিংসতা। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানা বলেছে, নতুন প্রশাসনের আইনশৃঙ্খলাবাহিনী নিরাপত্তা, স্থিতিশীলতা, নাগরিক শান্তি এবং জঙ্গল ও পাহাড়ে আসাদ অনুগত মিলিশিয়াদের বিতাড়িত করতে অভিযান শুরু করেছে।
শিয়া মতাবলম্বী আলাউইত সম্প্রদায়ের সংখ্যালঘু সদস্যরা আসাদ-নেতৃত্বাধীন সিরিয়ায় গত ১৩ বছরের গৃযুদ্ধের সময় ব্যাপক আধিপত্য বিস্তার করেছিল। কয়েক দশকের কর্তৃত্ববাদী শাসনের সময় বিরোধীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করেছিলেন আসাদ।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) বলেছে, বৃহস্পতিবার উপকূলীয় ওই এলাকায় সরকারি বাহিনীর অভিযানে আসাদ অনুগত বাহিনীর অন্তত তিন যোদ্ধা নিহত হয়েছেন।
আসাদের পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া দেশটির বিদ্রোহীগোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ক্ষমতায় আসার পর সংখ্যালঘু গোষ্ঠীগুলোর নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। সানার প্রতিবেদনে বলা হয়েছে, তারতুস লাগোয়া লাতাকিয়া অঞ্চলের নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ ওসমান সিরীয় ওই উপকূলে সাম্প্রদায়িক সংহতি ও নাগরিক শান্তি প্রতিষ্ঠায় উৎসাহ দেওয়ার জন্য আলাউইত সম্প্রদায়ের শেখদের সঙ্গে বৈঠকও করেছেন।
তারপরও আসাদের এই সম্প্রদায়ের সদস্যরা সিরিয়ার ক্ষমতাসীন নতুন শাসকগোষ্ঠীর প্রতি আস্থাহীনতায় ভুগছেন। বাশার আল-আসাদ সিরিয়ার শিয়াপন্থী সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের সদস্য। ক্ষমতার জন্য হুমকি হয়ে ওঠা সুন্নি মুসলিম বিক্ষোভকারী ও বিদ্রোহীদের ওপর ব্যাপক দমন-পীড়ন চালিয়েছিলেন আসাদ।