মশা মারা কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। সে লক্ষ্যে বেশ কিছু ফগার মেশিন ও হ্যান্ড মেশিন জরুরি ভিত্তিতে কিনবে সংস্থাটি।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএনসিসির সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা গাদ্দাফি হোসেন একটি সরবরাহকারী প্রতিষ্ঠান কর্তৃক দর দাখিলের নোটিশ দিয়েছেন।
সহকারী ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা গাদ্দাফি হোসেন জানান, মশক নিধন কাজে ব্যবহারের জন্য ফগার মেশিন, হ্যান্ড স্প্রে মেশিন জরুরি সরবরাহের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাজে বাজার দর আহ্বান করা হয়েছে। তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহকারী প্রতিষ্ঠান দরের প্রতিবেদন দাখিল করে তাদের রেট জানাবে। পরবর্তীতে ডিএনসিসি যাচাইবাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করবে।