চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র সংগঠনগুলো। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা বাতিলেরও দাবি জানান তারা।
শনিবার (২৮ ডিসেম্বর) পৃথক বিবৃতিতে এ দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো।
বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চবি শাখার সভাপতি আলাউদ্দীন মহসিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিটি ইউনিটে আবেদন ফি ১০০০ টাকা রাখা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ আবেদন ফি যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জোর দাবি জানাচ্ছে।
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, চবি শাখার প্রচার সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, একজন পরীক্ষার্থীকে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়। এক্ষেত্রে অধিকাংশ পরিবারের পক্ষেই খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, ভর্তি পরীক্ষার আবেদন ফি কমিয়ে যৌক্তিক ফি নির্ধারণ করা হোক এবং একইসঙ্গে অযৌক্তিক সকল কোটা বাতিল করতে হবে।
বিপ্লবী ছাত্র মৈত্রী, চবি শাখার সদস্য সাইদ্যুজ্জামান রেদুয়ান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ভর্তির পরীক্ষার আবেদন ফি ১০০০ টাকা নির্ধারণ করাকে আমরা চরম বৈষম্যমূলক সিদ্ধান্ত বলে মনে করি। সম্পূর্ণ বিনামূল্যে ভর্তির পরীক্ষার আবেদন প্রক্রিয়া চালু করার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার বাণিজ্যিকীকরণ উৎখাতের প্রাথমিক নজির স্থাপনের দাবি জানাচ্ছি।
বিপ্লবী ছাত্র পরিষদ, চবি শাখার যুগ্ম আহ্বায়ক সালমান ফার্সী স্বাক্ষরিত বিবৃতিতে ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানো ও অযৌক্তিক সকল কোটা বাতিলের দাবি জানানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, চবি শাখার আবিদ শাহরিয়ার স্বাক্ষরিত বিবৃতিতে ভর্তি পরীক্ষার ১০০০ টাকা আবেদন ফি অন্যায্য দাবি করে ২০০ টাকা পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি ১০০০ টাকা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।