সর্বশেষ যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেওয়া আজিজুল হাকিম তামিমের নাম মানুষের মুখে মুখে। গত ডিসেম্বরে হওয়া যুব এশিয়া কাপ এবং এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও খুলনা বিভাগের হয়ে সুযোগ পেয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। যশোরের এই ক্রিকেটার এবার সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে চলমান বিপিএলে ঝলক দেখানোর অপেক্ষায়।
এনসিএলে খুলনা বিভাগের অধিনায়ক নুরুল হাসান সোহানের মনে ধরে তামিমকে। ফলস্বরূপ বিপিএল শুরুর আগেই যুব তারকাকে দলে ভেড়ায় সোহানের রংপুর রাইডার্স। শুরুর দুই ম্যাচে একাদশে জায়গা না পেলেও সবশেষ ম্যাচে রংপুরের হয়ে খেলেছেন আজিজুল হাকিম তামিম। যদিও সেদিন ব্যাট হাতে কিছু দেখাতে পারেননি।
ফরচুন বরিশালের বিপক্ষে রানের খাতার খোলার আগেই ফিরে যান তামিম। যুব দলে তারই সতীর্থ ইকবাল হোসেন ইমনের প্রথম বলেই গালি পয়েন্টে ক্যাচ তুলে দেন এই ওপেনার। যদিও সেই ম্যাচে জয় তুলে নেয় রংপুর। ঢাকার প্রাথমিক পর্ব শেষে বিপিএল এখন সিলেটে গড়ানোর অপেক্ষা। ইতোমধ্যে রংপুর রাইডার্স অনুশীলনও শুরু করেছে।
আজ (শনিবার) দুপুরের পর থেকে সিলেট স্টেডিয়ামের আউটারে অনুশীলন শুরু করে রংপুর। এদিন সেন্টার উইকেটের নেটে দীর্ঘসময় ব্যাটিং করতে দেখা গেছে আজিজুল তামিমকে। মূল ম্যাচে তিনি ব্যাট হাতে অবদান রাখতে প্রস্তুত হচ্ছেন। নেট বোলারদের বল একের পর এক সীমানাছাড়া করতে দেখা যায় তামিমকে। এ ছাড়া রংপুরের ইফতিখার আহমেদের বলেও বড় শট খেলেছেন।
পাওয়ার হিটিং বা নিজের শক্তিমত্তা নিয়ে তামিমের নতুন করে জানানোর কিছু নেই। তবে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলতেই যেন নিজেকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা দেখা গেছে তার মধ্যে। আরেক নেটে এদিন পেসার নাহিদ রানাকেও দেখা গেল ব্যাটারের ভূমিকায়। বিশেষ করে লোয়ার অর্ডারের জন্যই প্রস্তুতি সারছেন এই গতিতারকা।