মেয়েকে সবসময়ই আগলে রাখেন বলিউড কুইন ঐশ্বরিয়া রাই বচ্চন। বিদেশেও তার সফরসঙ্গী আরাধ্যা। সেই আরাধ্যাকেই ধাক্কা! এমনটা ভেবে বসে রাগ ধরে রাখতে পারেননি ঐশ্বরিয়া। পরে যখন সত্যিটা জানতে পারেন, নিজে যেমন অনুতপ্ত হন, সঙ্গে নেটিজেনদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েন সাবেক বিশ্বসুন্দরী।
সম্প্রতি মুম্বাই বিমানবন্দর থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন ঐশ্বরিয়া। পাপারাৎজিরাও হাজির ছিল সেখানে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া হাঁটছিলেন আগে আগে, পেছনে ছিল আরাধ্যা। আচমকাই সবাইকে চমকে দিয়ে এক লাফ দেয় সে, মায়ের আগে চলে আসে। সেসময় খানিক হতচকিত হয়ে কী ঘটছে না বুঝতে পেরে আরাধ্যাকে ঐশ্বরিয়া জিজ্ঞাসা করতে থাকেন, ‘কেউ কি তোমায় ধাক্কা দিল?’- বলেই মেয়েকে কাছে টেনে নেন, রেগে যেতে দেখা যায় তাকে। এরপর আরাধ্যা সত্যিটা জানাতে খানিক আশ্বস্ত হন ঐশ্বরিয়া।
এরপরেই নেটিজেনরা একহাত নিয়েছেন নায়িকাকে। তাদের মতে, ‘প্রথমকেই কাউকে দোষী সাব্যস্ত করে দেওয়ার কী মানে? আরাধ্যা এখন বড় হয়েছে। অকারণে লাফ দেওয়ার কী দরকার?’ অনেকেই আবার মনে করছেন, মেয়েকে একা না ছাড়ার কারণে ‘মানসিক বিকাশ’ হচ্ছে না আরাধ্যার, মায়ের ওপর বড় বেশি নির্ভরশীল সে।
তবে সমালোচনার মধ্যেও ভক্তদের পাশে পেয়েছে ঐশ্বরিয়া। পাল্টা তাদের যুক্তি, ‘মা হয়ে মেয়েকে আগলে রাখবেন সেটাই তো স্বাভাবিক। আরাধ্যার বয়স মাত্র ১৩। এত বড় নয় সে। আনন্দে হয়তো লাফ দিয়েছে। তাই নিয়েও এত আলোচনা?’
উল্লেখ্য, বিগত বেশ কিছু সময় ধরেই রটনা অভিষেক বচ্চন ও ঐশ্ব্রিয়া রাই বচ্চনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। এও শোনা যাচ্ছে এই মুহূর্তে নাকি মেয়েকে নিয়ে মায়ের কাছে আলাদা থাকছেন তিনি। যদিও ২০২৪-এর শেষেই সবাইকে চমকে দিয়ে আরাধ্যা ঐশ্বরিয়া ও অভিষেক ছুটি কাটাতে উড়ে যান বিদেশ। সেখান থেকে একসঙ্গে ফেরার পথেই ঘটেছে এই ঘটনা। যে ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে।