ওএমএস কার্যক্রমের আওতায় দেশের ৪২২ উপজেলার মোট ১ হাজার ৭৫২টি কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে প্রতিদিন দুই টন চাল বিক্রি করা হবে। ৩০ টাকা দরে জনপ্রতি ৫ কেজি চাল বিক্রি করা হবে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এর আগে মোট ৯০৮টি কেন্দ্রের মাধ্যমে ওএমএস কার্যক্রম পরিচালনা করা হতো। আগের কেন্দ্রগুলোর সাথে নতুন ৮৪৪টি কেন্দ্র যুক্ত হচ্ছে। নতুন কেন্দ্রগুলো উপজেলা সদরের বাহিরে স্থাপিত হবে।
প্রথম পর্যায়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।