আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরের জন্য ১২ জানুয়ারির মধ্যে স্কোয়াড জমা দেওয়ার সময়সীমা বেধে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তাই আগামীকালের মধ্যেই সবগুলো দলকে স্কোয়াড জমা দিতে হবে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল জমা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গুঞ্জন ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আবারো জাতীয় দলে ফিরছেন তামিম ইকবাল। তবে গতকাল রাতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। তাই এই ওপেনারের আর খেলা হচ্ছে না। তবে সাকিব আল হাসানকে নিয়ে এখনো দ্বিধায় আছে বোর্ড।
সাকিবের খেলার ব্যাপারটি এখন নির্বাচকদের হাতে নেই, বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। বিসিবির একজন নির্বাচক এমনটাই জানিয়েছেন। তিনি বলছিলেন, ‘সাকিবের ব্যাপারে এই মুহূর্তে আসলে কোনো খবরই নেই। ও তো দেশে নেই, কোনো আলাপই হয়নি। আমরা আসলে অপেক্ষা করছি, মূলত বোর্ডের পক্ষ থেকে কী সিদ্ধান্ত আসে। বোর্ড কী বলে সেটার ওপর নির্ভর করছে, বোর্ডের নির্দেশনা অনুযায়ী হবে সবকিছু।’
সাকিবকে নিয়ে নিশ্চিত কিছু বলতে না পারলেও বিসিবির সেই নির্বাচক নিশ্চিত করেছেন, আগামীকালই আইসিসিতে স্কোয়াড জমা দেবে বিসিবি। তবে সেটা এখনই গণমাধ্যমে প্রকাশ করবে না বোর্ড। কারণ স্কোয়াড জমা দেওয়ার পরও পরিবর্তনের সুযোগ পাবে দলগুলো।
বিসিবির সেই নির্বাচক বলছিলেন, ‘কালই দল পাঠাব আমরা। এখন আমরা যে প্রাথমিক দল পাঠাবো ওটা আসলে প্রকাশ করা হবে না। এই দলটা শুধু আইসিসিতে যাবে। পরে আমরা সবাইকে জানাবো। দল প্রায় ঠিক করাই আছে।’