বিগত মেয়রের সময়কার কীটনাশক কমিটি বাতিল করে নতুন কীটনাশক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমিটি গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। গঠিত কমিটি মশক নিধনে কীটনাশক নির্ধারণে কাজ করবে।
শনিবার (১১ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ডিএসসিসির সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা একটি দপ্তর আদেশ জারি করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সচিব মোহাম্মদ বশিরুল হক ভুঁঞা জানান, বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২৫-২০২৬ অর্থবছরের কীটনাশক প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ডিএসসিসির প্রশাসককে এবং সদস্য সচিব করা হয়েছে প্রধান নির্বাহী কর্মকর্তাকে।
এ ছাড়া কমিটির বাকি সদস্যরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফিরোজ জামান, ঢাবি প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেফালি বেগম, ঢাবি মেডিকেল এন্টোমলোজিস্ট ড. তানজীম আক্তার এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা।
একই সঙ্গে দপ্তর আদেশ জারি করে আগের কমিটি বাতিল করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, বিগত ২০১৯ সালের ১৩ জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়রের সভাপতিত্বে গঠিত কীটনাশক নির্বাচনে আগের কমিটি বাতিল করা হয়েছে।