হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিতলা নামক স্থানে অজ্ঞাত গাড়ির ধাক্কায় দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় হরিতলায় বাদশা পাইওনিয়ার কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মজলিশপুর গ্রামের মনসুর মিয়ার কন্যা উর্মি আক্তার (১৮), একই জেলার নবীগঞ্জ উপজেলার জন্তরি গ্রামের কাইয়ুম উল্লাহ কন্যা দিলারা বেগম (৩২)।
আহতরা হলেন—বাদশা পাইওনিয়ার কোম্পানির সিনিয়র অপারেটর রুমি আক্তার (২৫) ও মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের খরকি গ্রামের সুরুজ খার ছেলে ইসা খা (৩০), বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) এটিএম মাহমুদুল হক।
তিনি বলেন, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে শাহজিবাজার বাদশা পাইওনিয়ার কোম্পানিতে কর্মস্থলে যাচ্ছিলেন কয়েকজন যাত্রী। সকালে ঘন কুয়াশার মধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাদের বহন করা অটোরিকশাটিকে ধাক্কা দিলে দুমড়েমুচড়ে গিয়ে দুই নারী ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহতদের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার পর কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।