তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি 17, 2025
by

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন।

আমেরিকা থেকে বিতাড়িত অবৈধ এসব অভিবাসীদের বহনকারী তৃতীয় বিমানটি পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, অবৈধভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা ১১২ জন ভারতীয়কে নিয়ে একটি বিমান রোববার রাতে পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর এই নিয়ে তৃতীয় দফায় অবৈধ ভারতীয়দের নিয়ে মার্কিন বিমান পৌঁছাল ভারতে।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট সি-১৭ গ্লোবমাস্টার বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ০৩ মিনিটে অমৃতসর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ ভারতীয়কে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আর তৃতীয় দফায় ফেরত পাঠানো হয় আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধ ভারতীয়র মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দেশটির হরিয়ানা রাজ্যের বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পাঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়।

এছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধ অভিবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এবারের তালিকাতেও পাঞ্জাবের বাসিন্দা অবৈধ অভিবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।

এদিকে কেন আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের নিয়ে আসা বিমানগুলোকে পাঞ্জাবে অবতরণ করানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা ভগবন্ত মান। তার প্রশ্ন, “কেন অবৈধ অভিবাসীদের নিয়ে আমেরিকা থেকে আসা বিমান শুধু পাঞ্জাবেই অবতরণ করছে? কেন দেশের রাজধানী দিল্লিতে যাচ্ছে না মার্কিন বিমান?”

মানের দাবি, এটি আসলে একটি ‘চক্রান্ত’। তার অভিযোগ, সারা দেশের সামনে পাঞ্জাব এবং পাঞ্জাবিদের ছোট করার চক্রান্ত করা হচ্ছে। পাঞ্জাবে বিমানগুলো অবতরণ করিয়ে বার্তা দেওয়ার চেষ্টা চলছে, যেন শুধু পাঞ্জাবিরাই অবৈধ ভাবে আমেরিকায় যায়।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর গত ৫ ফেব্রুয়ারি ভারতে প্রথম দফায় অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হয়। ওই দিন ১০৪ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে আসে মার্কিন সামরিক বিমান। সেটাতে পাঞ্জাব, গুজরাট এবং হরিয়ানার বাসিন্দাই বেশি ছিলেন।

এরপর দ্বিতীয় দফায় শনিবার রাতে পৌঁছোনো বিমানটিতেও ১১৬ জনের মধ্যে ৬৫ জন ছিলেন পাঞ্জাবের বাসিন্দা।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

সালমান-আমিরের থেকেও কেন বড় তারকা শাহরুখ, জানালেন জাভেদ

বলিউড বাদশাহ শাহরুখ খান। তিন দশক ধরে তার অন্তর্ভেদী দৃষ্টি,

কেন থামছে না পোশাক খাতের অস্থিরতা আর অসন্তোষ ?

দুটি বিষয় আলোচনায় আসছে ক্ষমতার পালা বদলের পর দেশের তৈরি