জাতীয় সংসদ ভবনের এলডি হলসহ মাঠ প্রাঙ্গণে দলের বর্ধিত সভার স্থান চূড়ান্ত করেছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থান ঠিক করার বিষয়টি চিঠি দিয়ে দলের নেতাদের জানিয়েছেন। বর্ধিত সভায় অংশগ্রহণকারী নেতাদের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে কেন্দ্রীয় বিএনপির দপ্তর সূত্রে জানা গেছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিএনপির এ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সবশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বর্ধিত সভা হয়েছিল রাজধানীর ‘লো মেরিডিয়ান’ হোটেলের মিলনায়তনে।
গত ১৬ ফেব্রুয়ারি বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বর্ধিত সভার তারিখ ঘোষণা করে বলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনে যারা দলের প্রার্থী ছিলেন এবং দলের টিকেট অর্থাৎ প্রার্থী নন কিন্তু মনোনয়নের জন্য ‘সেকেন্ডারি’ কাগজ পেয়েছিলেন, তারাও বর্ধিত সভায় থাকবেন।
এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, জাতীয় নির্বাহী কমিটি এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক, সদস্য সচিব, থানা-উপজেলা-পৌর কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন বর্ধিত সভায়। বিএনপি ছাড়া ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও থাকবেন।