চাকরি স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ করা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান থেকে পানি ছিটানোর ঘটনায় চারজন আহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। আহতরা হলেন– শাকিল হাসান (২৮), পেট্রো বাংলার মাহবুব (২৮), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের শামীম (২৮) ও জাতীয় চক্ষু বিজ্ঞানের মানিক মিয়া (২৫)।
আহত জাতীয় চক্ষু বিজ্ঞানের আউটসোর্সিং কর্মচারী মানিক মিয়া বলেন, আমরা চাকরির স্থায়ীকরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। পরে পুলিশ এসে আমাদের ওপর জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ছত্রভঙ্গ করতে পুলিশ পিটিয়ে আমাদেরকে আহত করে। আমরা আজ ১০ মাস ধরে বেতন পাই না। সরকার কোম্পানির লোকদের কাছে টাকা দিয়ে দেয়, তারা আমাদেরকে টাকা দেয় না।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আহত চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।