হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

ফেব্রুয়ারি 23, 2025
by

হার দিয়ে এবারের আসর শুরু করেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে জিততেই হবে মোহাম্মদ রিজওয়ানদের। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে ভারত। জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য রোহিত শর্মাদের।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। পাকিস্তান সফরে নিজ সরকারের অনুমতি না থাকায় এ ম্যাচটি দুবাইয়ে খেলছে ভারতীয় ক্রিকেট দল।

২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছেই হারতে হয়েছিল বিরাট কোহলির দলকে। সম্ভবত এই ম্যাচে পরীক্ষার পথে হাঁটবেন না গৌতম গম্ভীর। বাংলাদেশের বিপক্ষে জেতা একাদশকেই মাঠে নামাতে পারে ভারত। ইনিংস শুরু করবেন রোহিত এবং শুভমান গিল। বাংলাদেশের বিরুদ্ধে দু’জনে ভাল শুরু করেছিলেন। শুভমন অপরাজিত শতরানও করেছেন। তাই পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন নম্বরে বিরাট কোহলি নিশ্চিত। সেরা ফর্মে না থাকলেও কোহলির খেলা নিশ্চিত।

ব্যাটিং অর্ডারে এরপর দেখা যেতে পারে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। মিডল অর্ডারে এক জন বাঁহাতি ব্যাটার খেলানোর পক্ষে গম্ভীর। তার স্পিনও ভারতের অন্যতম শক্তি। ছয় নম্বরে আসবেন লোকেশ রাহুল। তিনিই উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন। বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত ক্রিজে থেকে জয় এনে দেন। 

ভারতের ব্যাটিং অর্ডারের সাত এবং আট নম্বরে থাকবেন দুই অলরাউন্ডার। সাত নম্বরে থাকবেন হার্দিক পান্ডিয়া। আট নম্বরে নামবেন রবীন্দ্র জাদেজা। শেষ তিনটি জায়গা বিশেষজ্ঞ বোলারদের। হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং মোহাম্মদ শামি এ তিনজনকে দেখা যেতে পারে। এই ম্যাচেও খেলার সম্ভাবনা নেই অর্শদীপ সিং, ঋষভ পন্ত ও ওয়াশিংটন সুন্দরের।

অন্যদিকে, পাকিস্তানের একাদশে পরিবর্তন আসাটা নিশ্চিতই। নিউজিল্যান্ড ম্যাচে চোট পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছিটকে গিয়েছেন ফখর জামান। তার পরিবর্তে পাকিস্তান ১৫ জনের দলে নিয়েছে ইমাম উল হককে। ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে ওপেন করতে পারেন ইমাম এবং বাবর আজম। ওপেনিংয়ে বাঁহাতি-ডানহাতি জুটি পাবে পাকিস্তান। তিন নম্বরে ব্যাট করবেন অধিনায়ক রিজওয়ান। চার নম্বরে আসতে পারেন গত ম্যাচে ওপেন করা সৌদ শাকিল। 

গত ম্যাচে জমান চোট পাওয়ায় ওপেন করতে হয়েছিল তাকে। ভারতের বিপক্ষে নিয়মিত মিডল অর্ডারেই দেখা যাবে তাকে। পাঁচ নম্বরে ব্যাট করবেন সলমন আগা। তার খেলা নিয়ে প্রশ্ন নেই। সাত নম্বরে দেখা যাবে অলরাউন্ডার খুশদিল শাহকে। পাকিস্তানের ব্যাটিং অর্ডারের শেষ চারটি জায়গায় দেখা যাবে বিশেষজ্ঞ বোলারদের। শাহিন আফ্রিদি ও নাসিম শাহ পাকিস্তানের বোলিং আক্রমণের প্রধান ভরসা। তাদের খেলা নিয়ে প্রশ্ন নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারে ৮৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন হ্যারিস রউফ। তার সঙ্গে প্রথম একাদশে ঢোকার লড়াইয়ে মোহাম্মদ হাসনাইন। ভারতের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ রউফকেই সম্ভবত খেলাবে পাকিস্তান। 

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব ও মোহাম্মদ শামি।

পাকিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ: ইমাম উল হক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক, উইকেটরক্ষক), সৌদ শাকিল, সালমান আগা, তাইয়্যেব তাহির, খুশদিল শাহ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও আবরার আহমেদ।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ঢাবি হলে গণপিটুনি: তোফাজ্জলের মৃত্যু নিয়ে নতুন দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণকারী

‘ছেত্রী ফেরায় ছেলেরা অনুপ্রাণিত থাকবে’

বাংলাদেশের হামজা চৌধুরীকে ঘিরে আলোচনা চলছে, আলোচনায় আছেন ইতালি প্রবাসী