ফুটবল বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো একসঙ্গে খেলবেন- এমন খবর ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছিল। দাবি করা হয়েছিল, ইন্টার মায়ামি গ্রীষ্মে রোনালদোকে স্বল্পমেয়াদী চুক্তিতে দলে টানতে পারে, যেখানে তিনি মেসির সঙ্গে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন! স্বপ্নের এই জুটিকে মাঠে দেখার সম্ভাবনায় উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন ভক্তরা।
কিন্তু বাস্তবতা কী? বিশ্বস্ত সূত্রের দাবি, এই খবরের কোনো ভিত্তি নেই! ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো নিজেই জানিয়ে দিয়েছেন, এই গুঞ্জন ‘পুরোপুরি ভিত্তিহীন’ এবং রোনালদোর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাহলে রোনালদোর ভবিষ্যৎ কী? এবং কোথা থেকে শুরু হলো এই গুঞ্জন?
রোনালদোর বর্তমান চুক্তি আল-নাসরের সঙ্গে চলতি মৌসুমের শেষে শেষ হতে যাচ্ছে। ফলে অনেকে ধরে নিয়েছিলেন, তিনি ইউরোপ বা আমেরিকায় নতুন চ্যালেঞ্জ নিতে পারেন। কিন্তু বাস্তবতা ভিন্ন- রোনালদো আল-নাসরেই থাকছেন এবং তার চুক্তি নবায়নের সম্ভাবনা প্রবল।
কিছু মিডিয়া রিপোর্ট করেছিল যে, ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি রোনালদোকে স্বল্পমেয়াদি চুক্তিতে দলে ভেড়ানোর চেষ্টা করছে, বিশেষ করে ক্লাব বিশ্বকাপের জন্য। মেসির উপস্থিতি এবং এমএলএস লিগের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে বিষয়টি কিছুটা বিশ্বাসযোগ্য মনে হলেও, বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
মেসি বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলছেন এবং চলতি মৌসুমে তার দলকে এমএলএস চ্যাম্পিয়ন করার লক্ষ্য রয়েছে। অন্যদিকে, রোনালদো এখনো আল-নাসরের মূল ভরসা এবং সৌদি প্রো লিগে গোলের পর গোল করে চলেছেন।
যারা মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এটি হতাশার খবর। তবে বাস্তবতা হলো, এই দুই কিংবদন্তি আবারও এক দলে খেলবেন- এমন কিছু এখনো সম্ভবনা নেই! আপাতত, তারা নিজেদের ক্লাবে ব্যস্ত এবং ফুটবল বিশ্বে ক্যারিয়ারের শেষ সময়েও নতুন নতুন ইতিহাস লিখে চলেছেন।