৬১, ২৮, ৪৩, ২৭, ৩৭*, ২৭, ৫৭, ২১৩, ১০১, ৫৬, ৩৮*—সবশেষ জাতীয় ক্রিকেট লিগে (এনসিএলে) অমিত হাসানের স্কোর। গেল আসরের প্রথম ডাবল সেঞ্চুরিতে বেশ সাড়া ফেলেছিলেন সিলেট বিভাগের হয়ে খেলা এই ব্যাটার। ব্যাট হাতে দ্যুতি ছড়ানো অমিত সবশেষ আসরে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
অমিতের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপা নিশ্চিত করে সিলেট বিভাগ। ব্যাট হাতে ছন্দে থাকা অমিত ‘জাতীয় দলের খুব কাছাকাছি আছেন’ বলে গুঞ্জন ছিল সে সময়। যদিও দলে নেওয়ার ক্ষেত্রে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে চায় না বিসিবি এমনটাই জানা গিয়েছিল তখন।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অমিত হাসানকে কী বিবেচনা করবে বিসিবি। অবশ্য করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এনসিএলের পর চলমান ডিপিএলেও ব্যাট হাতে আস্থার প্রতিদান দিচ্ছেন অমিত। অগ্রণী ব্যাংকের হয়ে ৮ ম্যাচে করেছেন ২৬১ রান।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না লিটন দাস। তবে অমিতকে এখনই বিবেচনা নাও করতে পারে বিসিবি এমনটাই জানালেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার।
তিনি বলছিলেন, ‘অঙ্কন যেহেতু খেলছে। তাছাড়া সামনে এইচপি বা এ দলের খেলা দলের খেলা রয়েছে। সেখানে অমিতকে আরো বাজিয়ে দেখতে পারে। সেখানে ভালো করলে সুযোগ আসবে। সে নিজে আরো পরিপক্ষ হয়ে দলে আসবে। আমার মনে হয় নির্বাচকরা আরো সময় নিতে পারে অমিতের বিষয়ে।’