চট্টগ্রাম নগরীতে দেড় কোটি টাকা মূল্যের সোনা জব্দ করেছে পুলিশ। এ সময় পাঁচজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট মোড় এবং ১৫নং ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানার পালাকাটা খন্দকারপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে তৌফিকুর রহমান সোহাগ (৩৭), একই গ্রামের মো. আব্দুল হকের ছেলে মো. আকিদুল আলম শান্ত (২২), মো. নুরুল হকের ছেলে মো. নাইমুল হক (২০), চকরিয়া থানার রসুলাবাদ বড়ইতলী গ্রামের শওকত ওসমানের ছেলে মো. হাসান মুরাদ (২৪) এবং চট্টগ্রামের সাতকানিয়া থানার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে মো. মনির আহমেদ (৪৮)।
পুলিশের ধারণা, জব্দ মালামাল ঘাট হয়ে নতুবা বিমানবন্দর হয়ে নগরীতে প্রবেশ করছিল। তাদের দাবি আটকরা সবাই চোরাকারবারি।
জানা যায়, শুক্রবার দিন পতেঙ্গা এয়ারপোর্ট মোড়ে চেকপোস্ট চলাকালে বিমানবন্দরের দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি গাড়িতে তল্লাশি চালিয়ে প্রথমে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ কেজি ১৫৫ গ্রাম সোনাসহ পাঁচটি মোবাইল সেট, দুটি ল্যাপটপ এবং ১৩ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক আরও একজনকে ১৫নং ঘাট এলাকা থেকে আটক করা হয়। উদ্ধার সোনাসহ মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৬০ লাখ টাকা।
এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।শনিবার (৫ এপ্রিল) সকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত কি না তদন্ত চলছে।