চট্টগ্রামের সাতকানিয়ায় নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে কান ধরে ওঠবস করানো হয়। এতেও পার পেলেন না অভিযুক্ত। ঘটনা জানাজানির পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ এপ্রিল) তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. আজিজ উপজেলার উত্তর ব্রাহ্মণডেঙ্গা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বাকপ্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন আজিজ। ধস্তাধস্তির শব্দ পেয়ে ওই নারীর ভাই ও আশপাশের লোকজন এসে তাকে হাতেনাতে ধরে মারধর করেন। একপর্যায়ে সেখান থেকে কৌশলে পালিয়ে যান আজিজ।
ঘটনার পরদিন এলাকার মাতবররা সালিশ বৈঠকে আজিজকে ১০ বার কান ধরে ওঠবস করিয়ে বিচার করেন। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা ও সমাজ থেকে বহিষ্কার করা হয়।
পরে বিচারের সেই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা প্রশাসনের নজরে আসে। এরপর সাতকানিয়া থানা পুলিশ আজিজকে গ্রেপ্তার করে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাতকানিয়া থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ওই নারীর ভাই অভিযোগ দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।