দেড় মাস পর ফিরছে ঘরোয়া ফুটবল, নজর নেই মাঠে

এপ্রিল 7, 2025
by

২২ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ ম্যাচ হয়েছিল। এরপর জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরের খেলা স্থগিত ছিল। ৪৫ দিন পর আগামীকাল ফেডারেশন কাপ দিয়ে আবার ঘরোয়া ফুটবল মাঠে ফিরছে। 

আগামীকাল ফেডারেশন কাপের দুই কোয়ালিফায়ার ম্যাচ। ময়মনসিংহে রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হবে রহমতগঞ্জের। দুপুর পৌনে তিনটায় একই সময় কুমিলায় ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঢাকা আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস। দেড় মাস পর ঘরোয়া ফুটবল ফিরছে গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে। অথচ দুই স্টেডিয়ামের মাঠই যথেষ্ট মানসম্মত পর্যায়ে নেই।

এবার ঘরোয়া ফুটবল শুরু থেকেই মাঠের মান নিয়ে ছিল আলোচনায়। স্বল্প সময় পাওয়ায় বাফুফে মাঠের কাজ করতে পারেনি বলে সেই সময় পাশ কাটিয়েছিল। দেড় মাস ঘরোয়া ফুটবল স্থগিত থাকলেও এই সময়ও তারা মাঠের মান উন্নয়নের মনোযোগ দেয়নি। উল্টো অবহেলা দৃশ্যমান হয়েছে। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মাত্র ঘাস কাটার কাজ শেষ হয়েছে। যা ফুটবলের নিয়ম অনুযায়ী আরো কয়েক দিন আগেই হওয়ার কথা ছিল।

কিংস অ্যারেনা ছাড়া এবারের মৌসুমে তুলনামূলক ভালো মাঠ ময়মনসিংহের রফিকউদ্দিন আহমেদ ভূইয়া স্টেডিয়ামের। ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মুকুলের আন্তরিক উদ্যোগেই মূলত মাঠের অবস্থা ভালো ছিল এত দিন। দীর্ঘ বিরতির পর গুরুত্বপূর্ণ খেলা অথচ ফেডারেশন মাঠে পানি দেয়ার ব্যবস্থা করতে পারেনি বিগত কয়েক দিন। চৈত্রর খরতাপে মাঠ আরো শুষ্ক হয়েছে।

ময়মনসিংহ ফুটবল এসোসিয়েশনের সভাপতি মুকুল বলেন, ‘পানি একটু কম দেয়া হয়েছে। ২২ এপ্রিল ময়মনসিংহে ফাইনাল রয়েছে। ফাইনালে সুন্দর মাঠ উপহার দেয়ার চেষ্টা করব।’ মুকুল নিজ উদ্যোগে মাঠকর্মী, পানি আরো অনেক ব্যয় করে থাকেন। পরবর্তীতে সেগুলো ফেডারেশন পরিশোধ করে আবার বকেয়াও রাখে। কুমিল্লার অবস্থাও একই রকম। আগামীকাল খেলার আগে আজও চলেছে ঘাস কাটার কাজ। 

আজ বিকেলে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুশীলন করেছে ঢাকা আবাহনী। দলটির হেড কোচ মারুফুল হক বলেন, ‘আজ ঘাস কাটা শেষ হয়েছে। মাত্র ঘাস কাটা শেষ হওয়ায় মাঠ একটু স্লো থাকবে।’

ফুটবলে উন্নত বিশ্বের ক্লাবগুলোর নিজস্ব মাঠ থাকে। তারাই সেগুলো ব্যবস্থাপনা করে। বাংলাদেশে বসুন্ধরা কিংস ছাড়া অন্য কোনো ক্লাবের নিজস্ব ভেন্যু নেই। জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে অনুমতি নিয়ে ফেডারেশন বিভিন্ন জেলা স্টেডিয়ামে খেলা পরিচালনা করে। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম রক্ষার্থে হোম-অ্যাওয়ে দেখানোর জন্য ক্লাবগুলোকে স্টেডিয়াম বন্টন করা হয়। মাঠ ব্যবস্থাপনা ও উন্নয়নের দায়িত্ব নিয়ে ফেডারেশন-ক্লাবগুলোর ‘ইদুর-বিড়াল’ খেলা হয় প্রায়ই। 

মাঠের খেলা ফুটবল। মাঠের উপর খেলা অনেকাংশে নির্ভর করে। মাঠের মান ভালো না হলে ঘরোয়া ফুটবলের মানও বাড়বে না। ঘরোয়া ফুটবলে খেলার মান সঠিক না হলে জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচেও প্রভাব পড়বে। অথচ মাঠের দিকে নজরই নেই ফেডারেশনের। বাফুফের অনেকগুলো স্ট্যান্ডিং কমিটি করলেও এখনো গ্রাউন্ডস কমিটিই করতে পারেনি। সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফকে গ্রাউন্ডসের বিষয় দেখভাল করার কথা বললেও আনুষ্ঠানিক চিঠি না পাওয়ায় তারও সরাসরি দায়িত্ব নেই। বাফুফে প্রশাসনিক খাতে অনেক এক্সিকিউটিভ নিয়োগে লাখ লাখ টাকা ব্যয় করে অথচ মাঠের উন্নয়নের সময় তাদের বাজেট থাকে না। 

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

বন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি শেষ হওয়া উচিত : ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় গাজায় আটক থাকা বন্দিদের মুক্তি ‘অনির্দিষ্টকালের’
iliah-ইলিশ

বরগুনার উপকূলীয় সাগর ও নদীতে বেড়েছে ইলিশ আহরণের পরিমাণ

উপকূলীয় জেলা বরগুনার পায়রা ও বিশখালী নদীসহ সাগরে ইলিশ আহরণের