মহানায়িকা সুচিত্রা সেনকে বাঙালির বনলতা সেনও বলা হয়। পর্দা থেকে বিদায় নিয়েও তিনি রয়ে গেছেন সিনেমা প্রেমীদের মাঝে। এমন একজনকে দেখার শখ ছিল তো অনেকেরই; তবে টালিউড অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী তাকে স্বচক্ষে দেখেছেন।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে সুচিত্রা সেনকে নিয়ে এক স্মৃতিচারণ করলেন চিরঞ্জিত। চিরঞ্জিত বললেন ‘আমার স্ত্রী রত্নাবলীর মামা ছিলেন বিখ্যাত ব্যারিস্টার। আমি আর আমার স্ত্রী প্রায়ই মামার কাছে দেখা করতে যেতাম। মামার চেম্বারে সোজা ঢুকে গিয়ে বসতাম আমরা। নব্বই দশকের মাঝামাঝি, একদিন তাপস মামার চেম্বারেই ঢুকতে গিয়ে বাঁধা পেলাম। আমাদের মামা বললেন- একটু পরে আমার চেম্বারে এসো। এখন দোতলায় মামীর কাছে গিয়ে বসো।’
এরপর চিরঞ্জিত বলেন, ‘আমরা খেয়াল করলাম, আমাদের দেখেই একজন ভদ্রমহিলা মাথার ঘোমটাটা টেনে নিলেন। তিনি আর কেউ নয় সুচিত্রা সেন। বাইরে বেরলে মিসেস সেন মাথায় ঘোমটা দিয়ে সানগ্লাস পরে বের হতেন। যেহেতু মামার ঘরে বসেছিলেন তাই সানগ্লাস ছাড়াই ঘোমটা খুলে বসেছিলেন। আমাদের আসার আভাস পেয়েই ঘোমটা টেনে নিলেন। কিছু সময়ের মধ্যেই উনি উঠে বেরিয়ে গেলেন। পরে যখন আমি আর আমার স্ত্রী মামার চেম্বারে গেলাম মামা বললেন- সুচিত্রা প্রায়ই আমার এখানে আসে।’
সুচিত্রা তনয়া মুনমুন সেনের অন্যতম নায়ক ছিলেন চিরঞ্জিত চক্রবর্তী। মুনমুন আর চিরঞ্জিতের ওপর দৃশ্যায়ন হয়েছিল কিশোর কুমারের সেই অমর গান – ‘আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো!’ মুনমুন সেনের নায়ক হয়েও কি চিরঞ্জিত সুচিত্রার দেখা পাননি? চিরঞ্জিতের কথায়, ‘না! আর দেখার সুযোগ হয়নি মিসেস সেনকে।’