ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে খুলনায় সমাবেশে এসে অসুস্থ হয়ে মারা গেছেন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শেখ দিদারুল ইসলাম দিদার (৫৯)। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর শিববাড়ী মোড়ে এ ঘটনা ঘটে।
শেখ দিদারুল ইসলাম দিদার খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এবং টানা তিনবার ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ দিদারুল ইসলাম দিদার নেতাকর্মীদের নিয়ে বৃহস্পতিবার মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে নগরীর শিববাড়ী মোড়ের সমাবেশে উপস্থিত হন। বিকেল ৫টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা দ্রুত তাকে বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা দিদারকে মৃত ঘোষণা করেন। খবর শুনে মহানগর ও জেলা বিএনপির নেতারা সেখানে উপস্থিত হন।
বিএনপি নেতারা জানিয়েছেন, ইউপি চেয়ারম্যান ও খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ দিদারুল হোসেন দিদারের জানাজা শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলার রানাই মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেন, ডুমুরিয়া থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর সঙ্গে বিএনপি নেতা জনপ্রিয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার দলীয় কর্মসূচিতে এসেছিলেন। মঞ্চের ডান পাশে জনতার কাতারে থেকে নেতৃবৃন্দের বক্তৃতা শুনছিলেন। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। জনপ্রিয় চেয়ারম্যান দিদারুল হোসেন দিদারের মৃত্যুতে জেলা বিএনপির অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন।
এদিকে বিএনপি নেতা শেখ দিদারুল হোসেন দিদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়াও মরহুমের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু ও চৌধুরী হাসানুর রশীদ মিরাজ প্রমুখ।