বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কিছুতেই বিতর্কমুক্ত হতে পারছে না। সর্বশেষ বিপিএলের পর এবার ডিপিএলেও পারিশ্রমিক বকেয়ার গুঞ্জন ওঠে। পারিশ্রমিক না পেয়ে গতকাল অনুশীলন বয়কট করেছিলেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। এমনকি তারা ম্যাচ বর্জনেরও হুমকি দিয়েছিলেন। তবে আজ (বৃহস্পতিবার) তারা গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ১৭০ রানে হেরেছে।
ম্যাচ শেষে বিকেএসপিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পারটেক্সের কোচ আনারুল মোস্তাকিম পারিশ্রমিক ইস্যুতে বলছিলেন, ‘এর কোনো প্রভাব পড়েনি। আমরা অফিসিয়াল বা ম্যানেজমেন্ট লেভেল থেকে মনে করেছিলাম হয়তোবা তাদের পারিশ্রমিকটা পাওয়ার পরে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা খেলার ধরন ও পারফরম্যান্সটা আপডেট হবে। ওরকম কোন কিছুই দেখা গেল না আজকে।’
খেলোয়ারা পারফরম্যান্সের মাধ্যমে পারিশ্রমিক হালাল করে নেওয়া উচিৎ বলেও মনে করেন এই কোচ, ‘আমাদের টিম পারিশ্রমিক দিতে একটু দেরি করছিল। বলছিল যে লিগ শেষ হলে তোমাদের বাকি যেটা আছে সেটা দিয়ে দেব। কিন্তু খেলোয়াড়রা সেটাতে নারাজ ছিল, প্লেয়াররা দেখছিল যে দলের অবস্থা ভালো না।’
এভাবে বাজে পারফরম্যান্স করতে থাকলে ডিপিএল থেকে অবনমন হতে পারে, এমন শঙ্কা থেকে ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে তোড়জোড় শুরু করেন বলে জানান মোস্তাকিম, ‘অবনমন হলে রেলিগেশন খেলতে হতে পারে। তাই টাকা দেবে কি দেবে না এই শঙ্কা ছিল। তারা এজন্য বলছিল যে খেলার আগেই টাকাটা পরিশোধ করতে হবে। নইলে বর্জন করব। তারপর আমরা অফিসিয়ালদেরকে বুঝিয়েছি, তারাও বুঝেছে। টাকা যখন দিতেই হবে দিয়ে দিই, দিয়ে দিয়েছে। এখন প্লেয়াররা টিমকে কি দেবে সেটা প্লেয়ারদের বিষয়। তাদের উচিৎ টাকাটা হালাল করে নেওয়া।’