আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাউন্ডারি সংখ্যায় সবার ওপরে ছিলেন বিরাট কোহলি। আজ (বৃহস্পতিবার) প্রথম ব্যাটার হিসেবে তিনি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে এক হাজার বাউন্ডারি হাঁকিয়ে ইতিহাস গড়েছেন। এখন পর্যন্ত আইপিএলের ১৮ সংস্করণেই খেলা এই তারকা ২৫৭ ম্যাচে মেরেছেন ৭২১ চার ও ২৭৯টি ছক্কা।
চলতি আইপিএলে নিজেদের পঞ্চম ম্যাচে আজ ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছে রজত পাতিদার-কোহলিদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটিতে স্বাগতিকরা আগে ব্যাট করতে নেমে কিছুটা ব্যাকফুটেই আছে। ইতোমধ্যে আউট হয়ে গেছেন বেঙ্গালুরুর প্রধান তারকা কোহলিও। ইনিংসটা লম্বা করতে পারেননি। ১৪ বলে ২ ছক্কা ও ১ চারে তিনি ২২ রান করেছেন। তবে এরই মাঝে আইপিএলে ১০০০ বাউন্ডারি পূর্ণ হয়ে গেছে কোহলির।
যদিও আজ ম্যাচ শুরুর আগে ভারতীয় সাবেক অধিনায়কের মাইলফলক পূর্ণ করতে মাত্র দুটি বাউন্ডারি প্রয়োজন ছিল। চতুর্থ ওভারে অক্ষর প্যাটেলের ডেলিভারি উড়িয়ে সীমানা ছাড়া করতেই সেই পূর্ণতা পেয়ে যান কোহলি। এ ছাড়া সর্বমোট বাউন্ডারির দিক থেকে যথাক্রমে অবস্থান করছেন শেখর ধাওয়ান (৯২০), ডেভিড ওয়ার্নার (৮৯৯) ও রোহিত শর্মা (৮৮৫)। তাদের বাইরে আর কারও বাউন্ডারি ৮০০–ও ছাড়াতে পারেনি।
আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি চার মেরেছেন ধাওয়ান (৭৬৮)। ৭২১ চার নিয়ে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার বড় সুযোগ রয়েছে কোহলির সামনে। ধাওয়ান ইতোমধ্যে পেশাদার ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। অন্যদিকে, ইউনিভার্স বসখ্যাত ক্রিস গেইল আগে থেকেই ছক্কার রাজা। আইপিএলেও সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন (৩৫৭টি)। এদিক থেকে তার পরই আছেন রোহিত শর্মা (২৮২)। তিনটি ছক্কা কম নিয়ে জাতীয় দলের এই সতীর্থকেও ধাওয়া করছেন কোহলি।
এ ছাড়া আসর শুরুর আগে থেকেই আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডটা দখলে রেখেছিলেন কোহলি। আর একটি ফিফটি হলেই তিনি টি-টোয়েন্টির দ্বিতীয় ব্যাটার হিসেবে হাফসেঞ্চুরির সেঞ্চুরিও পূর্ণ করবেন। তার নামের পাশে ফরম্যাটটিতে ফিফটির সংখ্যা ৯৯টি। সামনে আছেন কেবল ওয়ার্নার। ৩৬ বছর বয়সী এই রানমেশিন এবারের আইপিএলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ১৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন।