অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, চিকিৎসককে গণধোলাই

এপ্রিল 11, 2025
by

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগে ডা. নাইমুল হাসনাত নামে কর্তব্যরত এক চিকিৎসককে গণধোলাই দিয়েছেন রোগীর স্বজনরা। 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে ভোলা সদর হাসপাতালের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ তাকে হেফাজতে নেন।

সরেজমিনে দেখা যায়, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজসহ পুলিশের একটা টিমের সঙ্গে অভিযুক্ত চিকিৎসক হাসপাতালের ভেতর থেকে বের হচ্ছিলেন। এ সময় রোগীর বিক্ষুব্ধ স্বজনরা পুলিশকে উপেক্ষা করে ওই চিকিৎসককে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। পরে দ্রুত পুলিশের গাড়িতে উঠিয়ে ওই চিকিৎসককে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ ত্যাগ করে পুলিশ। এর আগে, হাসপাতালের ভেতরে রোগীর স্বজনরা প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন ওই চিকিৎসককে।

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী মো. মাকসুদুর রহমান শুক্রবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এ সময় রোগীকে জরুরি বিভাগে রেখে জুমার নামাজ পড়তে যান হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাইমুল হাসনাত। পরে নামাজ শেষে এসে ওই রোগীকে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন অভিযুক্ত চিকিৎসক। আর এতেই চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ক্ষোভে ফুঁসে ওঠেন ওই রোগীর স্বজনরা। এরপর তারা হাসপাতালের ভেতরে ও বাইরে বিক্ষোভ করেন এবং ওই চিকিৎসককে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশের সঙ্গে হাসপাতাল ত্যাগ করার সময় চিকিৎসককে হাসপাতালে প্রধান ফটকের সামনে গণধোলাই দেন স্বজনরা।

এ বিষয়ে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সুফিয়ান রুস্তম বলেন, সারাদিন হাসপাতালে রোগীর অনেক চাপ থাকে। দুপুরে জুমার নামাজের সময় মাকসুদুর রহমান নামে একজন রোগীকে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিতে বলে চিকিৎসক নামাজ পড়তে যান, নামাজ শেষে আসতে আসতে রোগীটা মারা যান। পরে স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা অভিযোগ করেন চিকিৎসকের অবহেলায় রোগী মারা গেছে। আগামীকাল আমরা বসব, তদন্তে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হলে চিকিৎসকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, চিকিৎসক আমাদের হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি: কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি

জেলার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বাসা-বাড়ি থেকে

‘আমি বিবাহিত, ওসব করার সময় নেই এখন’

ফরাসি বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী কাল্কি কোয়েচলিন। ক্যারিয়ারে বেশ কিছু হিন্দি