প্রতারণা করে যেভাবে রাশিয়ার সেনাবাহিনীতে নেওয়া হচ্ছে বাংলাদেশিদের

এপ্রিল 11, 2025
by

রাশিয়ায় কাজ করতে যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেনাবাহিনীতে নিয়ে তাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে। সম্প্রতি ২২ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপর মস্কোর বাংলাদেশ দূতাবাসে ফোন করে অনেকে নিজের আত্মীয়-স্বজনদের খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। তারা জিজ্ঞেস করছেন তাদের ছেলেদেরও যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে কি না।

শুক্রবার (১১ এপ্রিল) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক এএফপিকে জানিয়েছেন কীভাবে প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়ায় পাচার করে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, “আমাদের কোনো ধারণা ছিল না আমাদের যুদ্ধক্ষেত্রে নেওয়া হবে।” আকরাম জানিয়েছেন, তিনি ও তার ভগ্নিপতি একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন। তাদের সাইপ্রাসে চাকরি দেওয়ার কথা বলেছিল এজেন্সিটি। কিন্তু পরবর্তীতে তাদের রাশিয়ায় চাকরির প্রস্তাব দেওয়া হয়।

তিনি বলেন, “রিক্রুটিং এজেন্সিটি জানায় শুধুমাত্র রাশিয়ায় এখন চাকরির ব্যবস্থা আছে এবং আমরা এতে রাজি হই। কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এভাবে পরিত্যাগ করা হবে।” আকরাম কৌশলে রাশিয়া থেকে পালিয়ে চলে আসতে সমর্থ হন। কিন্তু তার ভগ্নিপতি পালাতে পারেননি। এখন তিনি রাশিয়ার হয়ে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন।

আকরাম জানিয়েছেন, তিনি বাংলাদেশে পালিয়ে এসে প্রথমে সরকারকে এ ব্যাপারে সতর্ক করে জানান কীভাবে পাচারকারীরা বাংলাদেশিদের পাচার করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে।

তিনি জানিয়েছেন, ২০২২ সালের সেপ্টেম্বরে ১০ জনের একটি দলের সঙ্গে ওমরাহ ভিসায় প্রথমে সৌদি আরব যান। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। আকরাম বলেন, “সৌদিতে কয়েক সপ্তাহ থাকার পর, আমরা রাশিয়ায় যাই। ওই সময় আমাদের রুশ ভাষায় একটি চুক্তিপত্র দেওয়া হয়। যেটির কোনো কিছু আমরা বুঝতে পারিনি। কিন্তু তাও স্বাক্ষর করি। এরপর আমাদের রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বাসে করে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা রাতটি কাটাই। এরপরের দিন সকালে আমাদের কয়েকজনকে সামরিক পোশাক দেওয়া হয় এবং তাদের যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়।” তবে যুদ্ধের ময়দানে নেওয়ার আগে সেনেগালের একটি দলের সঙ্গে পালিয়ে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন আকরাম। পরবর্তীতে তিনি দেশেও ফিরে আসেন।

ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এসপি মুস্তাফিজুর রহমান এএফপিকে জানিয়েছেন, রাশিয়ায় মানবপাচারের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়টি আলাদা মামলা হয়েছে। এই পাচারের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

গত ২৭ মার্চ রুশ সেনাদের হয়ে লড়াইয়ের সময় ২২ বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন শেখের মৃত্যু হয়। এরপরই রাশিয়ায় থাকা অন্য যুবকদের আত্মীয়-স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

ইয়াসিনের চাচা আবুল হাশিম এএফপিকে বলেছেন, “ইয়াসিনের বন্ধু, যে নিজেও রুশ সেনাদের হয়ে লড়ছে, সে ঈদের সময় আমাদের ফোন করে জানায় ইয়াসিন মারা গেছে। পরবর্তীতে আমরা এক রুশ কমান্ডারের কাছ থেকে ফোন পাই।”

আবুল হাশিম বলেছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে ইয়াসিনের জন্য তারা এক দালালকে টাকা দিয়েছিলেন। ওই দালাল বলেছিল, ইয়াসিনকে রাশিয়ায় একটি চীনা কোম্পানির ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ দেওয়া হবে। কিন্তু ডিসেম্বরে তাকে যুক্ত করা হয় রুশ সেনাবাহিনীতে।”

“আমরা ইয়াসিনের চাকরির জন্য অনেক টাকা ব্যয় করেছি। এখন আমরা তার মরদেহ পাচ্ছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করেছি তার মরদেহ যেন ফেরত আনা হয়। যেন তার মা তাকে শেষ বিদায় জানাতে পারে”— যোগ করেন আবুল হাশিম।

মস্কোতে বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ফরহাদ হোসেন এএফপিকে বলেছেন, তারা কয়েক ডজন বাংলাদেশি পরিবারের কাছ থেকে ফোন পেয়েছেন। যারা তাদের ছেলেদের ব্যাপারে তথ্য জানতে চেয়েছেন। তবে ইয়াসিনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি জানিয়েছেন, তাদের কাছে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য আসেনি। তবে এ ব্যাপারে মস্কোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ফরহাদ হোসেন অবশ্য নিশ্চিত করেছেন বাংলাদেশিরা রুশ সেনাদের হয়ে যুদ্ধ করছে। কিন্তু ঠিক কতজন যুদ্ধ করছে সেটি তিনি নিশ্চিত নন। ফরহাদ বলেন,“রুশ কর্তৃপক্ষ বলেছে যারা যুদ্ধ করছে তারা রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে। তাদের বেতন দেওয়া হচ্ছে এবং যুদ্ধের আইন মেনে তারা লড়াই করছে।”

মন্তব্য করুন

Your email address will not be published.

Don't Miss

নোবেল শান্তি পুরস্কার পেল নিহন হিদানকিও

চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার পেল জাপানি সংস্থা নিহন হিদানকিও। রয়্যাল

পদার্থবিজ্ঞানে নোবেলজয়ীর নাম ঘোষণা আজ

আজ মঙ্গলবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিট অনুযায়ী বাংলাদেশ
chief adviser dr. unus

ঢাকার যানজট সমস্যা সমাধানে নতুন উদ্যোগ

ঢাকার যানজট সমস্যা দূর করার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।
mashrafe

যুক্তরাষ্ট্র টি-১০ লিগ দিয়ে ক্রিকেটে ফিরছেন মাশরাফি

যুক্তরাষ্ট্র মাস্টার্স টি-১০ লিগের মাধ্যমে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের
dr. yunus

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী

সবার জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার আহ্বান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাক্ষরতার অভীষ্ট লক্ষ্য

ঐতিহাসিক জয়, যা ভাষায় প্রকাশ করার মত না : শান্ত

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়কে দেশের ক্রিকেট ইতিহাসে যুগান্তকারী
chief adviser dr. unus

শিল্প প্রবৃদ্ধিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্যবসায়ী নেতাদের সহায়তা প্রদানে প্রধান উপদেষ্টার আশ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের শিল্প প্রবৃদ্ধিকে নতুন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় বাংলাদেশের

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জিতলো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম

বন্যার্তদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতনের অর্থ প্রদান

বন্যার্তদের সহায়তায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারিদের

ইসরায়েলিদের জন্য ভিসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ২০টিরও বেশি

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রীসহ দুইজন কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবিরকে