সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে জাহিদ হাসান নামের এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১১ এপ্রিল) তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জাহিদ হাসান খুলনার দাকোপ উপজেলার দাকোপ এলাকার আইয়ুব আলীর ছেলে।
দাকোপ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সুন্দরবনের গহীনে দুই দল ডাকাতের গোলাগুলির মাঝে পড়ে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি। শুক্রবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুমেক হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সহকারী রেজিস্টার ডা. মাখদুম জাহান রানা বলেন, গুলিবিদ্ধ জাহিদ হাসানের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি চিকিৎসাধীন আছেন।