নরসিংদীর পলাশে সপ্তম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের অভিযোগে আশিক দেওয়ান শান্ত নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে পলাশ উপজেলার চলনা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।
আশিক দেওয়ান শান্ত (১৮) শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের হারুন দেওয়ানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশিক ও স্কুলছাত্রী মেয়েটির সঙ্গে টিকটকে পরিচয়। শুক্রবার বিকেলে মেয়েটিকে আশিকের নানার বাড়ি একই উপজেলার চলনা গ্রামে ঘুরতে নিয়ে যায়। সেখানে রাতে আশিক ও তার এক বন্ধু মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে শনিবার সকালে নরসিংদী জেলা হাসপাতালে দুই বন্ধু মিলে নিয়ে আসে এবং চিকিৎসার জন্য ভর্তি করায়। এ সময় সন্দেহ হলে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাটি নরসিংদী মডেল থানা পুলিশকে জানায়। পুলিশ তাৎক্ষণিক হাসপাতাল থেকে আশিককে গ্রেপ্তার করে পলাশ থানায় হস্তান্তর করে। অভিযুক্ত আশিকের অপর বন্ধু পালিয়ে যাওয়ায় তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এএনএম মিজানুর রহমান বলেন, মেয়েটিকে জেলা হাসপাতালে নিয়ে আসে আশিক। এ সময় তার কথাবার্তা সন্দেহজনক হলে আমরা পুলিশে খবর দেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। ডাক্তারি পরীক্ষা শেষে নিশ্চিতভাবে বলা যাবে।
পলাশ থানার ওসি মো. মনির হোসেন বলেন, মেয়েটিকে আশিকের নানার বাড়িতে নিয়ে তারা দুই বন্ধু মিলে ধর্ষণ করে। মেয়েটি বর্তমানে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার বিকেলে তার পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।