সাভারে চলন্ত বাসে ছুরি দিয়ে জিম্মি করে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়া চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় মৌমিতা পরিবহন থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কৈইলাইল গ্রামের মনির হোসেনের ছেলে তানভির হোসেন (১৮), একই সাভার থানার আনন্দপুর মহল্লার জিল্লুর রহমানের ছেলে মো. মামুন হাসান মুন্না (১৯) ও ময়মনসিংহের পাগলা থানার বাখনখালী গ্রামের মোকলেছুর রহমানের ছেলে সোহানুর রহমান (১৮)।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় পুলিশের তল্লাশি চেকপোস্ট বসায়। সেসময় ঢাকাগামী মৌমিতা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন যাত্রীবেশে থাকা তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ছুরি উদ্ধার করা হয়েছে।’
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির , তিন মাসে চলন্ত বাসে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার এলাকায় তিনটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর প্রেক্ষিতে সাভারের ব্যাংক টাউন এলাকায় সাভার মডেল থানা পুলিশ তল্লাশি চৌকি বসায়। আজ তল্লাশি চালানোর সময় মৌমিতা পরিবহন থেকে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। মূলত আটককৃতরা ব্যাংক টাউন পার হলেই চলন্ত বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটাতো। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।